Shootout In Tiljala: হোলির দিন তিলজলায় গুলিবিদ্ধ যুবক, আক্রান্ত বাবা - Bangla Hunt

Shootout in Tiljala: হোলির দিন তিলজলায় গুলিবিদ্ধ যুবক, আক্রান্ত বাবা

By Bangla Hunt Desk - March 19, 2022

বাংলাহান্ট ডেস্কঃ হোলির দিন সতসকালে তিলজলায় চলল গুলি। গুলিবিদ্ধ হয়েছেন এক যুবক। ঘটনায় জখম হয়েছেন আরও একজন। শনিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। উত্তেজনা থাকায় ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে তিলজলা (Tiljala) থানার পুলিশ।

আরো পড়ুন- মদের নেশায় চুর হয়ে শিশুকে যৌন নির্যাতন! তীব্র উত্তেজনা তারকেশ্বরে

আর তার সঙ্গে সঙ্গে এলাকায় বোমাবাজিও (Bombing) হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। যেই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন তিনি পেশায় একজন ট্যাক্সিচালক (Taxi Driver) বলে জানা গিয়েছে। টাকা নিয়ে বচসার জেরেই এই ঘটনা বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ (Kolkata Police)।

পুলিশ সূত্রে খবর, শনিবার সকাল ৭টা নাগাদ বাজার করে ফিরছিলেন রাজু রায় নামে এক ব্যক্তি। তখনই তাঁর উপর আচমকা হামলা চালানো হয়। তাঁকে গুলি চালানোর সময় বাধা দিতে ছুটে যান তাঁর বাবা। সে সময় তাঁকে ছুরি দিয়ে আক্রমণ করা হয় বলে অভিযোগ। এর পর চলে বোমাবাজি। পুলিশ সূত্রে খবর, হামলাকারীদের বিরুদ্ধে সমাজবিরোধী কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। ঘটনায় আক্রান্ত হন রাজুর বাবাও। জখম অবস্থায় তাঁদের দু’জনকেই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ঘটনার পরই পলাতক অভিযুক্ত। স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চালাত জীবত্‍ ও তাঁর চার ভাই। সব সময় তাঁরা এলাকায় আগ্নেয়াস্ত্র (Fire Arms) নিয়ে ঘুরে বেড়াত বলে অভিযোগ। প্রতিবেশীরা একজোট হয়ে তা বন্ধ করায়, আক্রোশবশত হামলা বলেই অনুমান স্থানীয়দের। খবর পেয়ে ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের ডিসি এসইডি সুদীপ সরকার। হামলার কারণ খতিয়ে দেখছে তিলজলা থানার পুলিশ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর