কলকাতার এক সরকারি স্কুলের চার ছাত্রের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘হ্যাক’ করে ট্যাব কেনার টাকা হাতিয়ে নিয়েছিল সাইবার অপরাধীরা। গত ডিগ্রেপ্তার ২সেম্বর মাসে স্কুল কর্তৃপক্ষের তরফে এমনই চাঞ্চল্যকর অভিযোগ জমা পড়েছিল কলকাতা পুলিসের সাইবার থানায়। তদন্তে নেমে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে দু’জনকে গ্রেপ্তার করলেন তদন্তকারীরা। ধৃতদের নাম কাইজার আলম ও হানিফুল ইসলাম। শুক্রবার তাদের ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। ২৪ জানুয়ারি পর্যন্ত তাদের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
আরো পড়ুন- প্রাইমারিতে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে
রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে সরকারি স্কুলের প্রত্যেক একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা করে দেওয়া হয়। পড়ুয়াদের সেই অ্যাকাউন্টগুলিকেই এবার টার্গেট করছে সাইবার প্রতারকরা। অভিযোগ, সংশ্লিষ্ট স্কুলের সব পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকলেও, ওই চার পড়ুয়ার মোট ৪০ হাজার টাকা গায়েব। যদিও তাদের ফোনে টাকা ঢোকার মেসেজ এসেছিল। সেখানেই সন্দেহের সূত্রপাত। এরপরেই সাইবার হ্যাকের অভিযোগ জমা পড়ে থানায়। সেই তদন্তে নেমে পুলিস কাইজার ও হানিফুলকে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরার জানতে পেরেছেন, ধৃতদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ওই ৪০ হাজার টাকা ক্রেডিট হয়। ধৃতরা আরও জানিয়েছে, এই টাকার বিষয়ে তারা কিছু জানে না। প্রতারণা চক্রের মাথার নির্দেশে অ্যাকাউন্ট ভাড়া দেয় তারা। বদলে প্রতি লেনদেনে মিলেছে ১০ শতাংশ কমিশন।
লালবাজার সূত্রের দাবি, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে প্রতারণা চক্রের মাথার খোঁজ চালানো হচ্ছে। এছাড়াও ডিআই অফিস থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য বদলে দেওয়ার কাজটি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান তদন্তকারীদের। আইপি অ্যাড্রেস ট্র্যাক করে সংশ্লিষ্ট কম্পিউটারটি খোঁজার চেষ্টা চালাচ্ছেন তাঁরা। পুলিস জানিয়েছে, পড়ুয়াদের ডেটা আপলোডের জন্য অস্থায়ী কর্মচারীদের নিয়োগ করা হয়। সেখান থেকেই কোনওভাবে পড়ুয়াদের তথ্যে কারচুপি করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিস সূত্রের খবর, শুধুমাত্র সাইবার থানায় নয়। স্কুলের পোর্টাল থেকে পড়ুয়াদের তথ্য কারচুপি করে সরকারি প্রকল্পের টাকা হাতানোর অভিযোগও উঠেছে। এই বিষয়ে নারকেলডাঙা থানাতে অভিযোগও দায়ের হয়েছে। অন্যদিকে, বিধাননগর কমিশনারেটের অন্তর্গত নিউটাউন থানাতেও এধরনের অভিযোগ হয়েছে। সরকারি পোর্টাল বা ওয়েবসাইটে এধরনের একাধিক অভিযোগে ঘুম উড়েছে পুলিসের।
কল্যাণীতে দুঃসাহসিক ছিনতাই! কাঁচরাপাড়ার ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠ
Durga Puja 2024: অভিনব উদ্যোগ! মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব
কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫ লক্ষ টাকার মাল চুরি, মুল পান্ডা সুমন রায় গ্রেফতার
Durga Puja 2024: খুঁটি পুজো দিয়ে শুরু হল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের এ বছরের পুজো
ইটালিতে জি৭ বৈঠকে জেলেনস্কি-মোদী বৈঠক, যুদ্ধ বন্ধের জন্য কী বললেন?
নিয়োগ মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের আরও জমি বাজেয়াপ্ত করল ইডি
রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষনা তৃণমূলের
চন্দবাবুর শপথ গ্রহণ অনুষ্ঠানে কেনো এলেন না নীতিশ? খোঁচা বিরোধীদের, নীতিশকে ঘিরে জল্পনা
উত্তরের চা বলয়ে বিজেপির ভোট ব্যাঙ্কে ধস! রাশ ধরুক আরএসএস, জোর চর্চা দলের অন্দরে
একী কাণ্ড? বাংলায় ৩ বিজেপি সাংসদ যোগাযোগ করছেন তৃণমূলের সঙ্গে!