রাজ্যে দৈনিক করোনা সংক্রমন ২ হাজার ছাড়াল, শুধু কলকাতায় আক্রান্ত ১০৯০ - Bangla Hunt

রাজ্যে দৈনিক করোনা সংক্রমন ২ হাজার ছাড়াল, শুধু কলকাতায় আক্রান্ত ১০৯০

By Bangla Hunt Desk - December 31, 2021

সপ্তাহের শুরুতে রাজ্যে করোনার দৈনিক সংক্রমণের (Daily Corona Cases) পরিমাণ অনেকটাই কম ছিল। ৪০০ থেকে ৬০০-র মধ্যেই তা ওঠানামা করছিল। কিন্তু, সপ্তাহের মাঝামাঝিতে হঠাৎই সংক্রমণ অনেকটাই বেড়ে যায়। ১ হাজার ছাড়িয়ে গিয়েছে দৈনিক সংক্রমণ। আর গত ২৪ ঘণ্টায় সেই সংক্রমণ ২ হাজার ছাড়িয়ে গেল। ওমিক্রনের (Omicron) দাপটের মাঝে এভাবে দৈনিক সংক্রমণ বাড়তে থাকায় বাড়ছে উদ্বেগ। তার মধ্যে সবথেকে বেশি উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা (Kolkata)। কারণ শুধুমাত্র কলকাতাতেই গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজারের বেশি মানুষ। তার মধ্যেই আবার আগামীকাল রয়েছে বর্ষ শেষের (End of the Year) উৎসব। ফলে বছরের শুরুতে রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ আরও অনেকটা বাড়বে বলে মনে করা হচ্ছে।

আরো পড়ুন- কোভিড চিকিৎসায় রাজ্যের হাসপাতাল গুলির পরিকাঠামো উন্নত করতে ১২ কোটি বরাদ্দ করল স্বাস্থ্যদপ্তর

বুধবার দৈনিক সংক্রমিতের সংখ্যা ছিল ১ হাজার ৮৯। গত ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের (Health Department) পরিসংখ্যান অনুযায়ী, নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ১২৮ জন। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯০ জন। এর ফলে রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ৩৫ হাজার ৩৪।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর