মা কালী নিয়ে বিতর্কিত মন্তব্য! মহুয়ার বিরুদ্ধে FIR দায়ের বিজেপির - Bangla Hunt

মা কালী নিয়ে বিতর্কিত মন্তব্য! মহুয়ার বিরুদ্ধে FIR দায়ের বিজেপির

By Bangla Hunt Desk - July 07, 2022

সোমবার এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে গিয়ে কালীর শাক্ত আচারে পুজো সম্পর্কে একটি মন্তব্য (Goddess Kaali Remarks) করেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (TMC MP Mahua Moitra)। সাংসদের সেই মন্তব্যের পরই রাজ্য রাজনীতিতে তুমুল শোরগোল পড়ে যায়। মা কালী প্রসঙ্গে বিতর্কিত মন্তব্যের জেরে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে অভিযোগ দায়ের করল বিজেপি (FIR Againgst Mahua Moitra by BJP in Andal PS)৷

আরো পড়ুন- মা সারদার পর এবার নেতাজির সঙ্গে মমতার তুলনা! সমালোচনার মুখে ফিরহাদ

অভিযোগ দায়ের করা হয়েছে পশ্চিম বর্ধমান জেলার অণ্ডাল থানায়। বিজেপি জেলা নেতৃত্বের তরফে সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে ৷ বিজেপি মিডিয়া সেলের কনভেনার জিতেন চট্টোপাধ্যায়-সহ বেশ কিছু বিজেপি নেতা বৃহস্পতিবার অণ্ডাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁরা অবিলম্বে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের শাস্তির দাবি তোলেন ৷ সাংসদকে শাস্তি দেওয়া না-হলে আগামিদিনে এই ইস্যুতে তাঁরা রাস্তায় নেমে আন্দোলনের হুঁশিয়ারিও দেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর