মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হলেন একনাথ শিন্ডে! আরও চাপে উদ্ধব শিবির - Bangla Hunt

মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হলেন একনাথ শিন্ডে! আরও চাপে উদ্ধব শিবির

By Bangla Hunt Desk - July 01, 2022

বাংলাহান্ট ডেক্সঃ মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হলেন একনাথ শিন্ডে। বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশের নাম জোরালভাবে উঠে আসলেও শেষ পর্যন্ত শিন্ডেকেই পদে বসানো হল। সপ্তাহখানেকের বেশি সময় ধরে যে ঘটনাপ্রবাহ চলেছিল তাতে সরাসরি যোগের কথা অস্বীকার করলেও এখন বিজেপির প্রভাব স্পষ্ট।

আরো পড়ুন- কোভিড পজেটিভ হয়ে বহু রেল কর্মীই হাসপাতালে ভর্তি! চরম উদ্বেগে রেল প্রশাসন

এদিন বিকেল বেলাতেই একনাথ শিন্ডে যে মুখ্যমন্ত্রী হচ্ছে তা ঘোষণা করে দিয়েছিল বিজেপি। প্রথমে ঠিক ছিল দেবেন্দ্র ফড়নবিশ মন্ত্রিসভার সদস্য হবে না। কিন্তু পরবর্তীকালে তিনি উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তিনি অবশ্য বলেছেন উপরতলার নির্দেশেই তিনি উপমুখ্যমন্ত্রী হচ্ছেন। সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন এই আশঙ্কায় আগেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন বালাসাহেব ঠাকরের ছেলে উদ্ধব ঠাকরের। তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রীর রাজনৈতিক ইতিহাস কী? কীভাবে রাজনীতিতে পদার্পণ?

প্রথম জীবনে থানের অটো চালক ছিলেন মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তরুণ বয়সে মহারাষ্ট্রের সাতারা থেকে মুম্বইতে আসেন শিন্ডে। তারপর শিবসেনাতে যোগ দেন। দলের শ্রমিক ইউনিয়ন চালু করেন তিনি। তাঁর ভোট রাজনীতিতে পদার্পণ ১৯৯৭ সালে। সে বছর থানে পুরসভার নির্বাচনে জয়ী হন তিনি। শিবসেনার তরফে তাঁকে থানেতে কাজ করার দায়িত্ব দেওয়া হয়। এর ফলে সেই অঞ্চলে নিজের প্রতিপত্তি করতে সুবিধা হয় তাঁর। ২০০৪ সালে তিনি প্রথম মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে অংশ নেন। তিনি প্রথম থেকেই বাল ঠাকরের অনুপ্রেরণায় নিজের রাজনৈতিক মতাদর্শ গড়ে তুলেছেন। বাল ঠাকরের ভাইপো রাজ ঠাকরে দল ছেড়ে যাওয়ার পর শিবসেনায় শিন্ডের জায়গা আরও পাকাপাকি হয়। সেই সময় শিবসেনা থেকে বেরিয়ে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (MNS) তৈরি করেন রাজ ঠাকরে। ২০০৯ সালে বিধানসভায় শিবসেনার দলনেতার দায়িত্ব পান শিন্ডে।

গত এক দশক ধরে ‘বিজেপ ঘনিষ্ঠ’ বলেই পরিচিত ছিলেন একনাথ শিন্ডে। ২০১৪ সালে বিজেপি-শিবসেনা জোট সরকারের মন্ত্রীত্ব পেয়েছিলেন তিনি। সেই সময় থেকেই ফড়ণবীসের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে একনাথের। ২০১৯ সালে মহাবিকাশ আগাড়ি জোটের সরকারে নগরোন্নয়ন ও পূর্ত দফতরের মন্ত্রী হন শিন্ডে। এবং পাশপাশি বিধানসভায় দলনেতার দায়িত্ব সামলেছেন একনাথ শিন্ডে। আর আজ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন শিন্ডে। প্রসঙ্গত, ২০১৯ সালে কানাঘুষো শোনা গিয়েছিল যে, শিন্ডে মুখ্যমন্ত্রী হতে পারেন।

এদিকে একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী হিসাবে দ্বায়িত্ব নেওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন এনসিপি প্রধান শরদ পওয়ার। টুইট করে তিনি লিখেছেন, ‘মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত একনাথ শিন্ডেকে অভিনন্দন। মহারাষ্ট্রের স্বার্থ তিনি রক্ষা করবেন, এই নিয়ে তিনি আশাবাদী।’ তবে শিন্ডের মুখ্যমন্ত্রিত্বের ফলে চাপে পড়ে যাবে উদ্ধব শিবির, মনে করছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি বলছেন, ‘একনাথ শিন্ডের মুখ্যমন্ত্রী হওয়া উদ্ধব ঠাকরে এবং তাঁর শিবসেনা শিবিরের জন্য দুঃসংবাদ। উদ্ধব আশা করেছিলেন একজন বিজেপির মুখ্যমন্ত্রী, ফলে শিন্ডেকে নিশানা করার রাজনৈতিক অস্ত্রটা পেয়ে যেতেন। কিন্তু এবার ঠাকরেদের পক্ষে শিবসেনা পুনর্গঠন কঠিন হয়ে দাঁড়াল।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর