ভেঙে পড়ল বায়ুসেনার মিগ-২১ যুদ্ধবিমান, ঘটনাস্থলেই মৃত্যু স্কোয়াড্রন লিডারের - Bangla Hunt

ভেঙে পড়ল বায়ুসেনার মিগ-২১ যুদ্ধবিমান, ঘটনাস্থলেই মৃত্যু স্কোয়াড্রন লিডারের

By Bangla Hunt Desk - May 21, 2021

নয়াদিল্লি গতকাল, বৃহস্পতিবার রাতে পাঞ্জাবের মোগার কাছে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার মিগ-২১ যুদ্ধবিমান। জানা গিয়েছে, নিয়মমাফিক প্রশিক্ষণ চলছিল। সেইসময় আচমকাই দুর্ঘটনার কবলে পড়ে যুদ্ধবিমানটি। এই ঘটনায় স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরী গুরুতর আহত হন। পরে জখম অবস্থায় তাঁর মৃত্যু হয়। তবে ঠিক কী কারণে এই ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে বায়ুসেনা।

আরো পড়ুন- ‘ভ্যাকসিন দিচ্ছেনা কেন্দ্র, কিভাবে চিকিৎসা হবে!’ কেন্দ্রকে একহাত নিলেন মমতা

ইতিমধ্যেই ভারতীয় বায়ুসেনার তরফে এক ট্যুইট করা হয়েছে। তাতে স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরীর মৃত্যুর খবর জানানো হয়েছে। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছে। এদিন ট্যুইটারে বায়ুসেনার তরফে জানানো হয়, ‘গতকাল রাতে পশ্চিম সেক্টরে একটি বিমান দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কবলে পড়ে আইএএফ-এর বাইসন বিমান। পাইলট স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরী তাতে মারাত্মক ভাবে আহত হন। পরে তাঁর মৃত্যু হয়। ভারতীয় বায়ু সেনার তরফে তাঁর প্রয়াণে শোক প্রকাশ করা হচ্ছে।’ চলতি বছরে এই নিয়ে তৃতীয় বার মিগ যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়ল। এর আগে মার্চ মাসে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় ভারতীয় বায়ু সেনার গ্রুপ ক্যাপ্টেনের। তার আগে জানুয়ারি মাসেও রাজস্থানের সুরাতগড়ে একটি মিগ-২১ বিমান ভেঙে পড়ে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর