বাংলাদেশে পাচারের আগে ১২৩ বোতল ফেনসিডিল সহ এক যুবককে আটক করল বিএসএফ - Bangla Hunt

বাংলাদেশে পাচারের আগে ১২৩ বোতল ফেনসিডিল সহ এক যুবককে আটক করল বিএসএফ

By Bangla Hunt Desk - June 21, 2022

মালদাঃ- বাংলাদেশে পাচারের আগে ১২৩ বোতল ফেনসিডিল সহ এক যুবককে আটক করল বিএসএফ। ধৃত যুবকের নাম মানব মণ্ডল (২৭)। বাড়ি কালিয়াচকের আনন্দবাড়িয়া এলাকায়। ধৃত যুবককে পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ কর্তৃপক্ষ।

আরো পড়ুন- তৃণমূল নেতার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার দক্ষিণ দিনাজপুরে

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে মিরিক সুলতানপুর এলাকায় কিছু যুবক বাংলাদেশে ফেনসিডিল পাচারের চেষ্টা করে। বিষয়টি নজরে আসতেই কর্তব্যরত জওয়ানরা ধাওয়া করে এক যুবককে ধরে ফেলে। ধৃতের হেপাজত থেকে উদ্ধার হয় ১২৩ বোতল ফেনসিডিল। উদ্ধার হওয়া ফেনসিডিলের বাজার মূল্য ২৫ হাজার ২৫৩ টাকা। ধৃতকে আজ কালিয়াচক থানার পুলিশের মাধ্যমে মালদা জেলা আদালতে পেশ করা হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ধৃত যুবক উদ্ধার হওয়া ফেনসিডিল এক বাংলাদেশী কারবারীর কাছে পৌঁছে দেওয়ার ছক কষেছিল।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর