ফুরফুরা শরিফ উন্নয়ন পর্ষদের নতুন চেয়ারম্যান হলেন তপন দাশগুপ্ত। এখানকার চেয়ারম্যান পদে এতদিন ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। কিন্তু একাধিক ব্যস্ততার কথা জানিয়ে সেই দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন তিনি। তাঁর বদলে ফুরফুরা শরিফের উন্নয়ন পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে সপ্তগ্রামের বিধায়ক (TMC MLA) তপন দাশগুপ্তকে দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
আরো পড়ুন- কেষ্টকে নিয়ে দিল্লি উড়ে গেল বিমান! পাশে ইডির দুই আধিকারিক
সাগরদিঘি উপনির্বাচনে (Sagardighi Byelection) তৃণমূলের হার হওয়ার পর দলের উদ্দেশে সাবধানবাণী দিয়েছিলেন হুগলির ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকি। সংখ্যালঘু এলাকায় সংখ্যালঘু প্রার্থী দেওয়া উচিত বলে তিনি নিজের মত প্রকাশ করেন। পাশাপাশি এও বলেন, প্রার্থী বাছাইয়ে তৃণমূলের (TMC) আরও সাবধান না হলে ভবিষ্যতে গোটা বাংলাই সাগরদিঘি হয়ে যাবে বলেও আশঙ্কাপ্রকাশ করেন ত্বহা সিদ্দিকি। নওশাদের দাদা আব্বাস সিদ্দিকি রাজনীতি নিয়ে কোনও মন্তব্য না করলেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সতর্কবার্তা দিয়েছিলেন তৃণমূলের উদ্দেশে। এসবের পরই ফুরফুরা শরিফের উন্নয়ন বোর্ডে বদল।
যদিও এই বদলের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই বলেই দাবি নতুন চেয়ারম্যান তপন দাশগুপ্তর (Tapan Dasgupta)। তিনি জানিয়েছেন, কয়েকদিন আগে ফিরহাদ হাকিম তাঁকে ফোন করেন। জানান, মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী তপন দাশগুপ্তকে এবার ফুরফুরা শরিফের উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান করা হচ্ছে। দায়িত্ব বুঝে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।
এরপর মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, বুধবার ফুরফুরা শরিফে গিয়ে পীরজাদাদের সঙ্গে আলোচনায় বসবেন সপ্তগ্রামের বিধায়ক। সেখানে আরও কীভাবে উন্নয়ন করা যায়, তা নিয়ে কথা বলবেন। এরপর তা জানাবেন মুখ্যমন্ত্রীদের। এই সিদ্ধান্তের কথা জানতে পেরে ওয়াকিবহাল মহলের মত, ত্বহা সিদ্দিকির সাবধানবাণীর পর আরও সতর্ক তৃণমূল। সাগরদিঘির হারের পর সংখ্যালঘু উন্নয়নে আরও জোর দেওয়া হচ্ছে।
কল্যাণীতে দুঃসাহসিক ছিনতাই! কাঁচরাপাড়ার ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠ
Durga Puja 2024: অভিনব উদ্যোগ! মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব
কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫ লক্ষ টাকার মাল চুরি, মুল পান্ডা সুমন রায় গ্রেফতার
Durga Puja 2024: খুঁটি পুজো দিয়ে শুরু হল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের এ বছরের পুজো
ইটালিতে জি৭ বৈঠকে জেলেনস্কি-মোদী বৈঠক, যুদ্ধ বন্ধের জন্য কী বললেন?
নিয়োগ মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের আরও জমি বাজেয়াপ্ত করল ইডি
রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষনা তৃণমূলের
চন্দবাবুর শপথ গ্রহণ অনুষ্ঠানে কেনো এলেন না নীতিশ? খোঁচা বিরোধীদের, নীতিশকে ঘিরে জল্পনা
উত্তরের চা বলয়ে বিজেপির ভোট ব্যাঙ্কে ধস! রাশ ধরুক আরএসএস, জোর চর্চা দলের অন্দরে
একী কাণ্ড? বাংলায় ৩ বিজেপি সাংসদ যোগাযোগ করছেন তৃণমূলের সঙ্গে!