প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নিশীথ প্রামাণিকের বাবার নাম! - Bangla Hunt

প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নিশীথ প্রামাণিকের বাবার নাম!

By Bangla Hunt Desk - December 18, 2022

বাংলাহান্ট ডিজিটালঃ প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাবার নাম! যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। রবিবার এই বির্তকে জল ঢালার চেষ্টা করলেন বিজেপি সাংসদ ৷ এই ঘটনায় তিনি উলটে রাজ্যের শাসকদল তৃণমূলকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ৷ রবিবার নিশীথ দাবি করেন, যেহেতু আবাস যোজনার দুর্নীতিতে একের পর এক তৃণমূল নেতার নাম জড়াচ্ছে তাই ইচ্ছাকৃতভাবে (ম্যানিপুলেট) তাঁর বাবার নাম ওই তালিকায় যোগ করে দিয়েছে রাজ্যের শাসকদল।

আরো পড়ুন- বর্ধমানে ‘পাঠান’ সিনেমা রিলিজ হতে দেওয়া হবে না, সিনেমা বন্ধের হুমকি হিন্দুত্ববাদী সংগঠনের

ঠিক কী দাবি করেছিল তৃণমূল?

এই প্রসঙ্গে কোচবিহার জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “নিশীথ প্রামাণিক এলাকার দাপুটে নেতা-মন্ত্রী। আর সেই জন্য তাঁর বাবার নাম তালিকায় রাখা হয়েছে।” যদিও গোটা বিষয়টি নজরে আসতেই সমীক্ষা চলাকালীন নিশীথ প্রামাণিকের বাবার নাম বাদ দিয়েছে ব্লক প্রশাসনের কর্তারা, এমনটাই দাবি করা হচ্ছিল। গোটা বিষয়টি নিয়ে BJP নেতৃত্ব তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলে। এই নিয়ে যখন রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে সেই সময় মুখ খুললেন নিশীথ নিজেই।

ঠিক কী বলেছেন নিশীথ প্রামাণিক?

আবাস যোজনা নিয়ে এই ঘটনায় তিনি ‘ষড়যন্ত্র’ দেখছেন। BJP-কে অপমান করতে তালিকায় প্রভাব খাটিয়ে তাঁর বাবার নাম ঢোকানো হয় বলে মন্তব্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর। তিনি আরও জানান, বিষয়টি জানতে পেরে জেলা শাসককে মেল করে নাম বাদ দেওয়ার আবেদন জানিয়েছেন তাঁর বাবা। এই প্রসঙ্গে দিনহাটা -১ ব্লকের বিডিও মদনমোহন মুর্মু বলেন,”বিষয়টি নজরে আসার পরেই তালিকা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাবার নাম বাদ দেওয়ার পদক্ষেপ করা হয়েছে।”

উল্লেখ্য, দিনহাটা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভেটাগুড়ি -১ গ্রাম পঞ্চায়েতের খালিজা বলাডাঙ্গা গ্রামের বাসিন্দা নিশীথ প্রমাণিক। দীর্ঘদিন তিনি তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভেটাগুড়ি-১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন নিশীথ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর