প্রজাতন্ত্র দিবসে ভারতীয় পড়ুয়াদের জন্য বড় উপহার ম্যাক্রঁর - Bangla Hunt

প্রজাতন্ত্র দিবসে ভারতীয় পড়ুয়াদের জন্য বড় উপহার ম্যাক্রঁর

By Bangla Hunt Desk - January 26, 2024

বাংলাহান্ট ডেস্কঃ প্রজাতন্ত্র দিবসে ভারতীয় পড়ুয়াদের জন্য বড় উপহার দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর। ফরাসি প্রেসিডেন্ট শুক্রবার সকালে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। তাতে জানিয়েছেন, ‘‌২০৩০ সালের মধ্যে ৩০ হাজার ভারতীয় ছাত্রছাত্রীকে ফ্রান্সে পড়ার সুযোগ দেওয়া হবে।

আরো পড়ুন- বৃষ্টি থামতেই কমল তাপমাত্রার পারদ! বঙ্গে আবার আবহওয়া বদলানোর সম্ভাবনা?

প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাতে এ দিন সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৃহস্পতিবার জয়পুর সফরে তোলা একটি সেলফি পোস্ট করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ। সেই পোস্টে তিনি জানান, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকতে পেরে তিনি অত্যন্ত খুশি ও গর্বিতবোধ করছেন।

এরপরেই তিনি পরবর্তী আরেকটি পোস্টে লেখেন, “২০৩০ সালের মধ্যে ফ্রান্সে ৩০ হাজার ভারতীয় পড়ুয়াকে স্বাগত জানানো হবে। জানি এটা উচ্চাকাক্ষ্মা, কিন্তু আমি এটাকে সত্য করতে দৃঢ়প্রতিজ্ঞ।”

ম্যাক্রঁ জানান, ফ্রান্সে ভারতীয় পড়ুয়াদের সুবিধার জন্য আন্তর্জাতিক ক্লাসের ব্যবস্থা করা হবে বিশ্ববিদ্যালয়গুলিতে। তিনি লেখেন, “আমরা বিদেশি পড়ুয়াদের ফ্রেঞ্চ শেখার জন্য নেটওয়ার্ক তৈরি করছি। যে সমস্ত পড়ুয়ারা ফ্রেঞ্চ বলতে পারেন না, তাদের আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য় আন্তর্জাতিক ক্লাসের ব্যবস্থা করছি।”

একইসঙ্গে তিনি জানান, ভারতীয় পড়ুয়ারা যারা ফ্রান্সে পড়াশোনা করেছেন আগে, তাদের ভিসার ক্ষেত্রেও বিশেষ সুবিধা দেওয়া হবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর