প্রজাতন্ত্র দিবসে বাংলার ট্যাবলো বাদ কেন? মোদীকে চিঠি মমতার - Bangla Hunt

প্রজাতন্ত্র দিবসে বাংলার ট্যাবলো বাদ কেন? মোদীকে চিঠি মমতার

By Bangla Hunt Desk - January 16, 2022

বাংলাহান্ট ডেক্সঃ প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাংলার ট্যাবলো বাদ কেন? ট্যাবলো বাদ দিয়ে স্বাধীনতা সংগ্রামীদের অসম্মানিত করা হয়েছে। ঘটনায় ক্ষুব্ধ গোটা পশ্চিমবঙ্গ(West bengal)। এই ঘটনাতেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি মমতার।

আরো পড়ুন- দেশে দ্রুতগতির ইন্টারনেট আনতে, ৭৫তম স্বাধীনতা দিবসে ৭৫টি স্যাটেলাইট কক্ষপথে পাঠাবে ভারত

চিঠিতে কী লিখেছেন মমতা?

ভারতের স্বাধীনতায় বাংলার অবদান অনস্বীকার্য। বাংলার স্বাধীনতা সংগ্রামীরা দেশের জন্য সামনে থেকে লড়াই করেছেন। তাই তাঁদের ট্যাবলো বাদ দেওয়া হলে তা স্বাধীনতা সংগ্রামীদের অবমাননাকর হবে। দেশের স্বাধীনতায় নেতাজি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মহাত্মা গান্ধী, বঙ্কিমচন্দ্র, রমেশচন্দ্র দত্তের অবদানের কথাও ও চিঠিতে উল্লেখ করেছেন মমতা। কেন্দ্রের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫-তম জন্মবার্ষিকীকে বাংলার ট্যাবলোর থিম ছিল ‘নেতাজি ও আজাদ হিন্দ বাহিনী’। ট্যাবলোয় শোভা পেত নেতাজির জাতীয় পতাকা উত্তোলন, গান্ধীজি, রবীন্দ্রনাথ ঠাকুর, আজাদ হিন্দ বাহিনীতে তাঁর নানা মুহূর্তের ছবি। বাজতো ‘কদম কদম বারায়ে যা’ গানের কলিও। কিন্তু কারণ না জানিয়েই তা এই ট্যাবলো বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বাংলাকে বঞ্চনার এই ঘটনায় কেন্দ্র-রাজ্য সংঘাত আরও তীব্র হয়ে উঠবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

উল্লেখ্য, স্বাধীনতার ৭৫ তম বর্ষ উপলক্ষ্যে চলতি বছরে সাধারণতন্ত্র দিবস এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী এক সঙ্গে পালন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেহেতু এই সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজ্যের ট্যাবলো পাঠানোর অনুমতি চেয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। শুধু তাই নয়, বাংলার থিমের নাম দেওয়া হয়েছিল ‘নেতাজি ও আজাদহিন্দ বাহিনী’। কিন্তু তা সরাসরি খারিজ করে দেওয়া হয় কেন্দ্রের তরফে। সেই ঘটনাতেই এবার ক্ষুব্ধ প্রধানমন্ত্রী সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। প্রসঙ্গত, গত বছরও রাজ্যের কন্যাশ্রী ও একাধিক সামাজিক প্রকল্প-সহ ট্যাবলো বাতিল করেছিল কেন্দ্রীয় সরকার।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর