UGC: পাকিস্তানের ডিগ্রিতে মিলবেনা চাকরি, বিজ্ঞপ্তি ইউজিসি'র - Bangla Hunt

UGC: পাকিস্তানের ডিগ্রিতে মিলবেনা চাকরি, বিজ্ঞপ্তি ইউজিসি’র

By Bangla Hunt Desk - April 23, 2022

ভারতীয় পড়ুয়াদের পাকিস্তান থেকে উচ্চশিক্ষার ডিগ্রি না নেওয়ার সতর্কবার্তা দিল ইউজিসি (UGC) এবং অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AIএআইসিটিই)। ভারতীয় পড়ুয়াদের পাকিস্তানের কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে নাম নথিভুক্ত না করার পরামর্শ দেওয়া হয়েছে AF দুই উচ্চশিক্ষা নিয়ামক সংস্থার যৌথ বিজ্ঞপ্তিতে

আরো পড়ুন- হাসপাতাল থেকে বাড়ি ফিরতেই অনুব্রতকে ফের সিবিআই তলব! বিকেলেই নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ

পাকিস্তান থেকে উচ্চশিক্ষা না নেওয়ার পরামর্শ –

ইউজিসি-এআইসিটিই জানিয়েছে, পাকিস্তানের কোনও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা বা গবেষণা করলে, সেই শংসাপত্রকে ভারতে স্বীকৃতি দেওয়া হবে না।

ইউজিসি-র চেয়ারম্যান জগদীশ কুমার শনিবার জানিয়েছেন, সাম্প্রতিক কালে বেশ কিছু ভারতীয় পড়ুয়া উচ্চশিক্ষার জন্য পাকিস্তানে গিয়ে আর দেশে ফেরেননি। সে কারণেই এই সতর্কবার্তা জারি করা হয়েছে। ভারতে বসবাসকারী নাগরিকদের পাশাপাশি অনাবাসী ভারতীয় পড়ুয়াদেরও উদ্দেশেও ওই বিজ্ঞপ্তি।

উজিসি এবং এআইসিটিই জানিয়েছে, পাকিস্তানের কোনও কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা বা গবেষণা করলে, সেই শংসাপত্রকে স্বীকৃতি দেওয়া হবে না। ফলে ভারতে ওই পড়ুয়াদের চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে না। এমনকি, পাকিস্তানে পাওয়া ওই ডিগ্রি উচ্চশিক্ষার কাজেও ব্যবহার করা যাবে না।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর