বাংলাহান্ট ডেস্কঃ তৃণমূল সংসদীয় দলের নির্দেশ উপেক্ষা করে নতুন সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠানে হাজির তৃণমূলের দুই সাংসদ শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী। ঘটনাচক্রে, নতুন সংসদ ভবনের উদ্বোধন বয়কট করেছে ২০টি দল। তাদের মধ্যে রয়েছে বাংলার শাসকদল তৃণমূলও। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বাদ দিয়ে সংসদের নতুন ভবনের উদ্বোধন হওয়ায় তাঁরা এই অনুষ্ঠান বয়কট করবে। কিন্তু দলের নির্দেশিকাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে উদ্বোধনে যোগ দিলেন শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী।
জানা গিয়েছে, এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে শনিবার রাতেই নাকি দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলেন বর্ষীয়ান নেতা শিশির অধিকারী এবং তাঁর ছেলে দিব্যেন্দু। তবে শুধু উদ্বোধনে যোগই নয় শোনা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সঙ্গে সৌজন্য বিনিময়ও করেছেন তাঁরা।
আরো পড়ুন- Suvendu Adhikari: হিন্দু হোক বা মুসলিম কাঁটাতার টপকে-আসা সকলকে ফিরতে হবে: শুভেন্দু
এখনও খাতাকলমে তৃণমূল সাংসদ তাঁরা। ২০০৯ সাল থেকে টানা তিনবার তৃণমূলের প্রতীকে কাঁথি থেকে সাংসদ হয়েছেন শিশির। আর পুত্র দিব্যেন্দু ২০১৬ সালে তমলুক লোকসভার উপনির্বাচন জিতে পরপর ২ বার তৃণমূলের প্রতীকে সাংসদ হয়েছেন। ২ জনেই তৃণমূলের প্রতীকে বিধায়কও ছিলেন। কিন্তু ২০২০ সালের ১৯ ডিসেম্বর শিশির পুত্র শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলে তৃণমূলের সঙ্গে তাঁদের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। ২০২১ সালের বিজেপি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দল হলে, বিরোধী দলনেতার দায়িত্ব পান নন্দীগ্রাম বিধায়ক শুভেন্দু। তার পর থেকেই তাঁর নিশানায় রাজ্যের মুখ্যমন্ত্রী ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর তাতেই অধিকারী পরিবারের সঙ্গে তৃণমূলের সম্পর্ক কার্যত তলানিতে ঠেকেছে।
এর পরেই পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় শিশিরকে। সরানো হয় দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকেও। ২০২১ সালের ১ মার্চ এগরায় বিজেপির বিধানসভা ভোটের প্রচারে অমিত শাহের সভামঞ্চে হাজির হয়ে বক্তৃতাও করেছিলেন শিশির। বিধানসভা ভোটপর্ব মিটে যাওয়ার পর তাঁর সাংসদ পদ খারিজের দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে আবেদন জানিয়েছেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।
দিব্যেন্দু অবশ্য সরাসরি এখনও বিজেপির কোনও কর্মসূচিতে যোগদান করেননি। তা সত্ত্বেও অধিকারী পরিবারের এই সদস্যের সঙ্গেও যোগাযোগ নেই তৃণমূল নেতৃত্বের। যদিও উপরাষ্ট্রপতি ভোটে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে ভোটদান করায় তাঁকে চিঠি পাঠিয়েছিল তৃণমূল সংসদীয় দল। কিন্তু সেই চিঠির পাল্টা কোনও জবাব দেননি দিব্যেন্দু। বরং আবারও তৃণমূল সংসদীয় দলের সিদ্ধান্তের বিরোধিতা করে নতুন সংসদ ভবনের উদ্বোধনে শামিল হলেন অধিকারী পিতা-পুত্র। তাঁদের যোগদান প্রসঙ্গে তমলুকের সাংসদ দিব্যেন্দু বলেন, ‘‘বয়কটের কোনও বার্তা আমাদের কাছে আসেনি। আর নতুন সংসদ ভবন উদ্বোধন একটি ঐতিহাসিক ঘটনা। সেই ঘটনার সাক্ষী থাকতে চেয়েছিলাম। উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পেরে ভাল লাগছে। এতে রাজনীতি খোঁজা ঠিক হবে না।’’
কল্যাণীতে দুঃসাহসিক ছিনতাই! কাঁচরাপাড়ার ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠ
Durga Puja 2024: অভিনব উদ্যোগ! মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব
কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫ লক্ষ টাকার মাল চুরি, মুল পান্ডা সুমন রায় গ্রেফতার
Durga Puja 2024: খুঁটি পুজো দিয়ে শুরু হল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের এ বছরের পুজো
ইটালিতে জি৭ বৈঠকে জেলেনস্কি-মোদী বৈঠক, যুদ্ধ বন্ধের জন্য কী বললেন?
নিয়োগ মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের আরও জমি বাজেয়াপ্ত করল ইডি
রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষনা তৃণমূলের
চন্দবাবুর শপথ গ্রহণ অনুষ্ঠানে কেনো এলেন না নীতিশ? খোঁচা বিরোধীদের, নীতিশকে ঘিরে জল্পনা
উত্তরের চা বলয়ে বিজেপির ভোট ব্যাঙ্কে ধস! রাশ ধরুক আরএসএস, জোর চর্চা দলের অন্দরে
একী কাণ্ড? বাংলায় ৩ বিজেপি সাংসদ যোগাযোগ করছেন তৃণমূলের সঙ্গে!