ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড অভিষেকের সভাস্থল! মঞ্চ ঠিক করতে গিয়ে গুরুতর আহত এক শ্রমিক - Bangla Hunt

ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড অভিষেকের সভাস্থল! মঞ্চ ঠিক করতে গিয়ে গুরুতর আহত এক শ্রমিক

By Bangla Hunt Desk - June 09, 2023

লাগাতার কয়েকদিনের তীব্র দহন জ্বালার পর শুক্রবার বিকেলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ঝড়ের দাপট। এই ঝড়ের তাণ্ডবের মধ্যে থমকে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘তৃণমূলের নবজোয়ার’ কর্মসূচি। প্রবল ঝড়ে আটকে পড়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়। অন্য দিকে, তাঁর সভামঞ্চ প্রস্তুত করতে গিয়ে বৃষ্টির জলে পা পিছলে গুরুতর আহত হয়েছেন এক শ্রমিক। তাঁর ঘাড় এবং মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে হাসপাতাল সূত্রে খবর। শুক্রবার ঘটনাটি ঘটেছে নদিয়ার বাদকুল্লা অনামী সঙ্ঘের মাঠে। আহত শ্রমিক চিকিৎসাধীন রয়েছেন বাদকুল্লা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।

আরো পড়ুন- ধানবাদে বেআইনি কয়লা খাদানে ধস, ৩ শিশুর মৃত্যু, বহু মানুষের আটকে থাকার আশঙ্কা

তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি নিয়ে শুক্রবার নদিয়ায় সভা করার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। কিন্তু ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড অবস্থা হয় নদিয়ার বাদকুল্লার সভাস্থলের। তৃণমূল সূত্রের খবর, ঝড়-বৃষ্টির সময় অভিষেকের কনভয় বাদকুল্লার দিকে যাচ্ছিল। তুমুল বৃষ্টির মধ্যে রাস্তায় আটকে পড়েন অভিষেক। এই অবস্থায় তিনি সভাস্থলে কী ভাবে যাবেন, বা গেলেও সভা কী ভাবে হবে, তাই নিয়ে চিন্তা বাড়ছে জেলা নেতৃত্বের। বৃষ্টি থামতেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় সভাস্থল মেরামতির কাজ। সেই সময় মূল মঞ্চের তাঁবুতে জমে থাকা জল পরিষ্কার করতে গিয়ে পা পিছলে একটি দুর্ঘটনা ঘটে বলে তৃণমূল সূত্রে খবর। তড়িঘড়ি আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায় সংশ্লিষ্ট ঠিকাদারি সংস্থা।

উল্লেখ্য, এর আগে পূর্ব বর্ধমানেও ঝড়-বৃষ্টির মধ্যে পড়েছিল অভিষেকের কনভয়। সেই দিনও পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের নতুনহাটে একটি সভা করার কথা ছিল অভিষেকের। কিন্তু তুমুল ঝড়-বৃষ্টির মধ্যে কনভয় নিয়ে এগিয়ে যাওয়া নিরাপদ ছিল না। রাস্তার উপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল বেশ কিছু জায়গায়। পরিস্থিতি বুঝে সেদিন নতুনহাট যাওয়ার পথে রাস্তাতেই কনভয় থামিয়ে দেওয়া হয়েছিল। প্রায় মিনিট ৪০ থমকে থাকার পর আবার রওনা দিয়েছিল কনভয়। আজ আবারও সেই একই পরিস্থিতি। তুমুল ঝড়-বৃষ্টির মধ্যে বাদকুল্লা যাওয়ার পথেই আটকে যায় অভিষেকের কনভয়।

এদিন বাদকুল্লায় অভিষেকের সভার আয়োজনের দায়িত্বে রয়েছেন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। ঝড়-বৃষ্টির তাণ্ডবের কথা জানানোর সময় তিনি বললেন, ‘অনেকদিন ধরেই এই সভার প্রস্তুতি নেওয়া ছিল। মঞ্চ, জনসমাগম সবই ছিল। কিন্তু হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগ ঘটে। কোথাও কোথাও দমকা হাওয়া বয়ে গিয়েছে। বিদ্যুৎ বিপর্যয় হল। যাঁরা সভামঞ্চ তৈরির দায়িত্বে ছিলেন, তাঁদের মধ্যে একজন জল বের করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে যাঁরা আসছিলেন, তাঁরা অনেকেই আটকে পড়েছেন। কোথাও তোরণও ভেঙে গিয়েছে। কোথাও যানজট তৈরি হয়েছে।’

রাজীব বন্দ্যোপাধ্য়ায় জানালেন, সভাস্থলের পরিস্থিতির বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি ফোনে কথা বলেছেন। বললেন, ‘পরবর্তীতে সভার বদলে যাতে জনসংযোগ যাত্রা করা যায়, সেই চিন্তাভাবনা করা হচ্ছে।’

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর