ক্রেতা সেজে এক কচ্ছপ বিক্রেতাকে গ্রেফতার করল বনদপ্তর - Bangla Hunt

ক্রেতা সেজে এক কচ্ছপ বিক্রেতাকে গ্রেফতার করল বনদপ্তর

By Bangla Hunt Desk - April 09, 2022

মালদাঃ- গোপন সুত্রে খবর পেয়ে ক্রেতা সেজে এক কচ্ছপ বিক্রেতাকে গ্রেফতার করল বনদপ্তর ।তার কাছ থেকে উদ্ধার হয়েছে পাঁচটি বড় মাপের কচ্ছপ এবং ১৪ টি ছোট কচ্ছপ। যদিও সুযোগ বুঝেই একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলে একজন ধরা পরে যায়। উদ্ধার হওয়া কচ্ছপ এবং ধৃত ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে জেলা বনদপ্তরে।বনদপ্তর সূত্রে জানা গেছে এর আগেও ওই ব্যক্তিকে বেআইনি ভাবে কচ্ছপ বিক্রির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল।

আরো পড়ুন- Malda Drug: মিউজিক সিস্টেমের মধ্যে মাদক! ১২ কোটি টাকার হেরোইন সহ মালদায় ধৃত দম্পতি

ডিএফও সিদ্ধার্থ বি জানান,গোপন সূত্র মারফত তারা খবর পান গাজোলের নয়া পাড়া এলাকায় বিপুল বিশ্বাস নামে এক ব্যক্তি কচ্ছপের মাংস বিক্রি করছেন। এই খবর পাওয়ার পর ফাঁদ পাতে বনদপ্তর। ওই ব্যক্তির কাছে কচ্ছপ আছে, এই বিষয়ে নিশ্চিত হওয়ার পর ক্রেতা সেজে ওই বাড়িতে যান বনদপ্তরের রেঞ্জ অফিসার সুদর্শন সরকার সহ বনকর্মীরা।এরপর হাতেনাতে ধরা হয় বিপুল বিশ্বাসকে। যদিও সুযোগ বুঝে অপর একজন পালিয়ে যায়। উদ্ধার করা হয় পাঁচটি বড় (১২ থেকে ১৫ কেজি ওজনের) কচ্ছপ এবং ১৪ টি ছোট (১ থেকে ২ কেজি ওজনের) কচ্ছপ।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে বিপুল বিশ্বাস দীর্ঘদিন ধরেই বেআইনি ভাবে কচ্ছপের মাংস বিক্রি করে আসছে। মূলত উত্তর প্রদেশ থেকে এই কচ্ছপগুলি তার কাছে আসে। এগুলি হচ্ছে গ্যঞ্জেটিক সফট শেল টার্টল প্রজাতির।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর