কলকাতা পুরভোটে সব বুথেই থাকছে সিসিটিভি ক্যামেরা, হাইকোর্টকে জানালো কমিশন - Bangla Hunt

কলকাতা পুরভোটে সব বুথেই থাকছে সিসিটিভি ক্যামেরা, হাইকোর্টকে জানালো কমিশন

By Bangla Hunt Desk - December 15, 2021

আগামী রবিবার, ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভা নির্বাচন। তার আগে আজ, মঙ্গলবার আদালতে বড় ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। জানানো হল, শুধু স্পর্শকাতর বুথেই নয় শহরের ১৪৪টি ওয়ার্ডের সব বুথেই CCTV ক্যামেরার নজরদারি থাকছে

আরো পড়ুন- পুরভোটে কেন্দ্রীয় বাহিনী? উত্তরের খোঁজে বুধবার গেরুয়া শিবির

মঙ্গলবার কলকাতা পুরভোট নিয়ে একটি জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে উঠেছিল। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলা ওঠে। আবেদনকারীর আর্জি ছিল, প্রত্যেকটি বুথে বসাতে হবে সিসিটিভ ক্যামেরা। সেই সময় হাইকোর্টকে রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী জানান, বর্তমানে শুধুমাত্র স্পর্শকাতর বুথগুলিতেই সিসিটিভি বসানো হয়। তবে আদালত যদি চায় সেক্ষেত্রে সব বুথগুলিতেই সিসিটিভি বসানোর পদক্ষেপ করতে পারে কমিশন। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হয়, কলকাতা পুরভোটে সমস্ত বুথেই বসানো হবে সিসিটিভি ক্যামেরা। বুথের পাশাপাশি স্ট্রং রুমেও রাখতে হবে সিসিটিভি।

আরো পড়ুন- পুরভোটের আগে পার্ক স্ট্রিটে বিপুল টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

কলকাতা পুরভোটে মোট ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ৪ হাজার ৮৪২টি, ৩৬৫টি অতিরিক্ত ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। কলকাতা পুরসভার ভোটে ২৫ শতাংশ বুথে সিসিটিভি ব্যবহারের সিদ্ধান্তের কথা জানিয়েছিল কমিশন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টে মামলা হয়। যার প্রেক্ষিতে এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানায়, প্রত্যেক বুথেই সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর