'এত মেরেছে যে ভালে করে দাঁড়াতে পারছিল না’, খুনের অভিযোগ করল লালনের পরিবার - Bangla Hunt

‘এত মেরেছে যে ভালে করে দাঁড়াতে পারছিল না’, খুনের অভিযোগ করল লালনের পরিবার

By Bangla Hunt Desk - December 13, 2022

বাংলাহান্ট ডিজিটালঃ বগটুই-কাণ্ডের (Bagtui Massacre) অন্যতম অভিযুক্ত লালন শেখকে খুনের করা হয়েছে। তাকে খুন করেছে সিবিআই এমনটাই অভিযোগ জানিয়েছেন তাঁর স্ত্রী। সোমবার বিকেলে লালন শেখের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী। রামপুরহাটের পথসাথীতে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পেই তার মৃত্যু হয় বলে সিবিআই সূত্রে খবর। সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুকে কেন্দ্র করে এখন তোলপাড় রাজ্য-রাজনীতি। কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে তদন্তের দাবি জানাচ্ছে শাসক-বিরোধী দু’পক্ষই।

আরো পড়ুন- অরুণাচল প্রদেশে ভারত-চিন সেনার সংঘাত! উত্তপ্ত তাওয়াং সেক্টর

বিষয়টি প্রাথমিক ভাবে বীরভূম জেলা পুলিশকে জানানো হয়। সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পেই ভিডিয়োগ্রাফি করা হয়। লালনের মৃত্যুর খবর পেয়েই রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভিড় করেন লালনের আত্মীয়রা। শোকের ছায়া নামে এলাকায়। লালনের দিদি সামসুন্নাহার বিবি কাঁদতে কাঁদতে অভিযোগ করেন, ‘ছেলেকে সিবিআই এত মেরেছে, যে ভাল করে দাঁড়াতে পারছিল না’। ভাড়াটিয়ার কাছে একটু জল চেয়েছিল সেদিন। সেটাও খেতে দেয়নি। আমরা সিবিআইয়ের শাস্তি চাই’। শুধু দিদি নয়, লালনের স্ত্রী এদিন কান্নায় ভেঙে পড়েন। তাঁর মুখেও সিবিআই-এর বিরুদ্ধে অভিযোগ শোনা যায়। তিনি বলেন, ‘সিবিআই আমার বাড়িটাকে শেষ করে দিল। আমার স্বামীকেও মেরে দিল সিবিআই। আমার সামনেই মেরে দিল।’

সিবিআই-এর দাবি, এদিন বিকেলে যখন দুই তদন্তকারী অফিসার আদালতে গিয়েছিলেন, সেই সময় বাথরুমে ঢুকে আত্মঘাতী হন লালন শেখ। পরে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। ইতিমধ্যেই মানবাধিকার কমিশনকে এই বিষয়ে অবগত করেছে কেন্দ্রীয় সংস্থা। অস্বাভাবিক মৃত্যুর তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর