‘এক ব্যাক্তি এক পদ’ নীতি চালু তৃনমুলে, দল এবং প্রশাসনে শৃঙ্খলা আনতে মোক্ষম দাওয়াই তৃনমুল নেত্রীর - Bangla Hunt

‘এক ব্যাক্তি এক পদ’ নীতি চালু তৃনমুলে, দল এবং প্রশাসনে শৃঙ্খলা আনতে মোক্ষম দাওয়াই তৃনমুল নেত্রীর

By Bangla Hunt Desk - June 05, 2021

বাংলা হান্ট ডেক্সঃ জল্পনা ছিলই — এবার ‘এক ব্যক্তি, এক পদ’ নিয়ম চালু হল তৃণমূলে। অর্থাৎ, কোনও একজন ব্যক্তি একই সঙ্গে দলের এবং প্রশাসনিক স্তরের একাধিক পদে থাকতে পারবেন না। একই ব্যক্তি জেলা সভাপতি ও মন্ত্রী হবেন না। দলে শৃঙ্খলা আনতে এবং সাংগঠনিক ও প্রশাসনিক কাজ যাতে পৃথক এবং সুষ্ঠুভাবে পরিচালিত হয় তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার দলের কোর কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।

আরো পড়ুন- তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

তৃণমূল সূত্রের খবর, এখন থেকে দল এবং প্রশাসনের কাজকে সম্পূর্ণ আলাদা করতে চাইছেন মমতা। যাতে প্রশাসনিক বা সরকারের কাজে কোনওরকম অসুবিধা না করেই দলের সংগঠন বৃদ্ধির কাজ চালিয়ে যাওয়া যায়। মূলত সেই লক্ষ্যেই ‘এক ব্যক্তি এক পদ’ নিয়ম চালু করছে শাসকদল। রাজ্যের কোনও মন্ত্রীকে আর জেলা সভাপতি বা দলের অন্য কোনও সাংগঠনিক পদে রাখা হবে না। আবার দলের কোনও পদাধিকারিকে নিয়োগ করা হবে না প্রশাসনিক পদে। জেলাস্তর থেকে একেবারে ব্লকস্তর পর্যন্ত এই নিয়ম চালু থাকবে। এই নতুন নিয়মের ফলে অন্তত চারটি জেলার জেলা সভাপতি বদল করতে হবে শাসক শিবিরকে। উত্তর ২৪ পরগনা, হাওড়া গ্রামীণ, পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানের জেলা সভাপতিরা এই মুহূর্তে রাজ্যের মন্ত্রীপদে রয়েছেন। এদের সকলকেই যে কোনও একটি পদ ছাড়তে হবে। ব্লকস্তরেও বহু রদবদল হবে। কারণ, একেবারে নিচের তলাতেও দেখা যায় একজন ব্যক্তিই একাধিক পদ দখল করে বসে আছেন। দলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী এক মাসের মধ্যে যাবতীয় প্রয়োজনীয় রদবদলের প্রক্রিয়া চূড়ান্ত করা হবে।

এদিন রাজ্যের নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে এদিন বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানেই একাধিক বড় সিদ্ধান্ত নেওয়া হল।  ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি মেনে যুব তৃণমূল সভাপতির পদ থেকে প্রথমে ইস্তফা দেন অভিষেক। তাঁর পদে আসেন অভিনেত্রী সায়নী ঘোষ। আসানসোল দক্ষিণের প্রার্থী হিসেবে বিধানসভা নির্বাচনে জিততে না পারলেও রাজনীতিতে পা রেখেই নজর কেড়েছিলেন তিনি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর