আজ রাতেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় তকতে! বন্ধ করা হল বিমান পরিসেবা - Bangla Hunt

আজ রাতেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় তকতে! বন্ধ করা হল বিমান পরিসেবা

By Bangla Hunt Desk - May 17, 2021

বাংলা হান্ট ডেক্সঃ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় তকতে। পরিণত হয়েছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে। মৌসম ভবন জানিয়েছে, সোমবার রাত ৮টা থেকে ১১টার মধ্যে গুজরাতের উপকূলে আছড়ে পড়তে পারে তকতে। ঝ়়ড়ের সময় হাওয়ার গতি পৌঁছে যেতে পারে ঘণ্টায় ২০০ কিলোমিটার পর্যন্ত। সেই সঙ্গে বৃষ্টির পরিমাণও বাড়তে পারে অনেকটা। পরিস্থিতির দিকে নজর রেখে ইতিমধ্যে সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে মুম্বই বিমানবন্দর। সোমবার বেলা ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত মুম্বই বিমানবন্দর বন্ধ রাখা হচ্ছে। বৃষ্টির পরিমাণ বৃদ্ধির কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

আরো পড়ুন- রণক্ষেত্র নিজাম প্যালেস, কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ছোড়া হল ইঁট

‘তকতে’ (Cyclone Tauktae)-এর জন্য ইতিমধ্যে গোয়া, গুজরাত, মুম্বই-সহ পশ্চিম উপকূলে জারি হয়েছে লাল সতর্কতা। ঘূর্ণিঝড় প্রতিরোধে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিপদ রয়েছে এমন জায়গা থেকে মানুষজনকে দ্রুত সরিয়ে নিয়ে আসার কড়া নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় ‘তৌকতাই’ (Cyclone Tauktae)-এর কারণে কেরলে অতিভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি, উপড়ে গিয়েছে একাধিক গাছ। লাল সতর্কতা জারি করা হয়েছে কেরলের নয় জেলাতেও। দিল্লির মৌসম ভবন জানিয়েছে, সোমবার রাত ৮টা থেকে ১১টার মধ্যে গুজরাতের উপকূলে আছড়ে পড়তে পারে তকতে। এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় প্রভাবিত এলাকা থেকে দেড় লক্ষ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনের আশঙ্কা, পোরবন্দর, আমরেলি, জুনাগড়, গির সোমনাথ, ভাবনগরের উপকূল ও আমদাবাদের উপকূল এলাকায় বিপুল ক্ষয়ক্ষতি হতে পারে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর