চুড়ান্ত অপরিছন্নতা, ১০-১২ দিন ধরে পড়ে আছে করোনা রোগীদের পচাগলা মৃত দেহ, বিক্ষোভ কল্যাণী হাসপাতালে - Bangla Hunt

চুড়ান্ত অপরিছন্নতা, ১০-১২ দিন ধরে পড়ে আছে করোনা রোগীদের পচাগলা মৃত দেহ, বিক্ষোভ কল্যাণী হাসপাতালে

By Bangla Hunt Desk - May 15, 2021

বাংলা হান্ট ডেক্সঃ বেশ কিছুদিন ধরে কল্যাণীর যক্ষ্মা হাসপাতালে চলছে করোনা রোগীদের চিকিৎসা । চিকিৎসা শুরু হওয়ার পরেই হাসপাতালের পরিকাঠামো এবং পরিছন্নতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রোগীর পরিবারের লোকেরা । আর এ বার হাসপাতালের পরিছন্নতা নিয়ে অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন সেখানকারই অস্থায়ী কর্মীরা ।

আরে পড়ুন- বাংলায় বিজেপির পরাজয়ের প্রধান কারন কি? ব্যাখ্যা দিল RSS

বৃহস্পতিবার নদিয়া জেলার কল্যাণীর এনএনএস করোনা হাসপাতালে অস্থায়ী কর্মীদের তরফে অভিযোগ তোলা হয়, করোনায় মৃতদের দেহ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে ৷ এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কোনও সুরাহা হয়নি । তাঁদের ওই অবস্থাতেই কাজ করার জন্য বাধ্য করছে কর্তৃপক্ষ । তাঁদের দাবি, অবিলম্বে ওই মৃতদেহগুলি সৎকারের ব্যবস্থা করতে হবে । এর পাশাপাশি তাঁরা জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে কাজ করছেন তাতে তাঁদের মজুরি বাড়ানোর দাবি জানিয়েছেন । করোনা পরিস্থিতিতে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ফেলেছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

আরও অভিযোগ বারবার তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে জানালেও কোনও সমাধান হয়নি। তাই বৃহস্পতিবার তারা এক প্রকার বাধ্য হয়েই বিক্ষোভ দেখালেন সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত। এর পরে অবশ্য হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারের মধ্যস্থতায় তারা এই বিক্ষোভ তুলে নেন। যদিও এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে বারবার ফোন করে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও কোনও মন্তব্য করা হয়নি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর