ক্রিশ্চিয়ানো রোনাল্ড জানালেন জীবনের সেরা গোল এবং ট্রফি কোনটি - Bangla Hunt

ক্রিশ্চিয়ানো রোনাল্ড জানালেন জীবনের সেরা গোল এবং ট্রফি কোনটি

By Bangla Hunt Desk - June 03, 2021

পর্তুগীজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ড শুধু পর্তুগালেরই নন, জায়গা করে নিয়েছেন বিশ্ববাসীর হৃদয়ে। অসাধারণ ফুটবল শৈলী আর ব্যক্তিত্ব তাকে নিয়ে গেছে অন্য মাত্রায়।

আরো পড়ুন- লকডাউনের বিধিনিষেধ না মেনেই চলছে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং, দাবি ফেডারেশনের

দীর্ঘ ফুটবল জীবনের প্রচুর গোল করেছেন তিনি। তাঁর সেরা গোল বাছতে গেলে বিশেষজ্ঞ বা সমর্থকদের মধ্যে তর্ক হওয়া অবশ্যম্ভাবী। তার দুই পায়ের জাদু আনন্দ দিয়ে যাচ্ছে দুনিয়াজুড়ে কোটি ফুটবল ভক্তকে। আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, রোনাল্ড কোন গোলটি বা কোন ট্রফি জয়টি আপনার চোখে সেরা? তবে এই প্রশ্নের উত্তর দিয়েছেন রোনালদো নিজেই।

পর্তুগিজ ফুটবলার রোনাল্ড বলেছেন, “আপনারা সবাই জানেন, আমি এখনও পর্যন্ত ৭৭৭টি গোল করেছি। দুর্ভাগ্যবশত, আমার প্রিয় গোলটি এখন আমি যে দলে খেলি, সেই জুভেন্তাসের বিরুদ্ধেই করা। আমার বন্ধু জিয়ানলুইগি বুফনের বিরুদ্ধে গোলটা করেছিলাম। আমার জীবনে সেরা গোল ওটাই।”

আর প্রিয় ট্রফি হিসেবে রোনাল্ডো বেছে নিয়েছেন ইউরো কাপকেই। বলেছেন, “২০১৬-র সেই ইউরো কাপের শুরুটা ভালই হয়েছিল। কিন্তু ফাইনালে (ফ্রান্সের বিরুদ্ধে) আমি চোট পেয়েছিলাম। কিন্তু ম্যাচের পর আনন্দের চোটে কাঁদছিলাম। তবে দিনের শেষে একটা অবিশ্বাস্য অনুভূতি হচ্ছিল! আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ট্রফি ইউরোই।”

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর