মালদাঃ—কংগ্রেস তৃণমূলের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কালিয়াচক। শুক্রবার সকালে তৃণমূলের কয়েকজন দুষ্কৃতি হামলা চালায় কংগ্রেস প্রধানের বাড়িতে। কালিয়াচকের সিলামপুর ২ পঞ্চায়েতের প্রধান ফিরোজা বিবির স্বামী নাসিরুদ্দিন শেখ ও দুই ভাইকে কুপিয়ে খুনের চেষ্টা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। প্রধান ফিরোজা বিবি ও তার স্বামী পঞ্চায়েতের অডিট করাতে কলকাতা গিয়েছিলেন। রাতেই কলকাতা থেকে বাড়ি ফিরে। এদিন সকালে তার বাড়ির সদর দরজায় কয়েকজন কড়া নাড়াই। এবং দরজা খুলতে বলে। দরজা খোলার সঙ্গে সঙ্গেই তাদের ওপর হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা বলে অভিযোগ। তৃণমূল দুষ্কৃতীরা প্রধানের স্বামী নাসিরুদ্দিন কে হাসুয়া দিয়ে কোপাতে শুরু করে। তাকে ছুটাতে আসে তার স্ত্রী ও তার দুই ভাই। তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। একের পর এক তিনজনকে কুপিয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যাই দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নিয়ে যাই সিলামপুর গ্রামীন হাসপাতালে। তাদের অবস্থা আশঙ্কাজনক থাকায় চিকিৎসোগরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেন ।
গুলমার্গের রাস্তায় ক্রিকেট খেলায় মেতেছেন সচিন তেন্ডুলকর! নিমিশে ভাইরাল ভিডিয়ো
সপরিবারে কাশ্মীর সফরে গিয়েছেন সচিন তেন্ডুলকর। ভূস্বর্গে গিয়ে স্ত্রী অঞ্জলি ও মেয়ে সারাকে নিয়ে চুটিয়ে তুষারপাত উপভোগ করেছেন সচিন। সম্প্রতি সোশ্যাল মিডিয়া বেশ কিছু ভিডিও পোস্ট করেছেন তিনি যা মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। সকলেই অবাক, একজন তারকা কীভাবে এতটা সাধারণভাবে মানুষের সঙ্গে মিশে যেতে পারেন? যা দৃষ্টান্তও বটে।
সোশ্যাল মিডিয়ার সেই ভিডিয়োয় সচিনকে রাস্তার উপর স্থায়ীন ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলতে দেখা যায়। কাঠের বক্স সাজিয়ে স্টাম্প তৈরি করে ছেলেদের ক্রিকেট খেলতে দেখে সচিন যোগ দেন খেলায়। তিনি বেশ কিছুক্ষণ ব্যাট করেন। ক্যাচ প্র্য়াক্টিসও দেন ফিল্ডারদের। প্রশংসা করেন তাঁদের স্কিলের।
গুলমার্গের ছেলে-ছোকরাদের সঙ্গে সচিনের স্ট্রিট ক্রিকেট খেলার ভিডিয়ো সঙ্গত কারণেই আপ্লুত করে নেটিজেনদের।
https://twitter.com/sachin_rt/status/1760518941938720932/mediaViewer?currentTweet=1760518941938720932¤tTweetUser=sachin_rt&mode=profile
এর আগে সচিন ব্যাট কারখানায় গিয়ে কাশ্মীরি উইলো যাচাই করার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নিজেই। মাস্টার ব্লাস্টার ক্যাপশনে লেখেন, ‘আমাকে প্রথম ব্যাটটি দিয়েছিলেন আমার দিদি। সেটি ছিল একট কাশ্মীরি উইলো। এখন আমি এখানে (কাশ্মীরে) রয়েছি। তাই কাশ্মীরি উইলোর সঙ্গে দেখা করা উচিত।’
ধর্মীয় ভাবাবেগে আঘাত, তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে দায়ের FIR
সোমবার কলকাতা কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে বিরোধীদের আক্রমণ শানাতে গিয়ে গল্পের ছলে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত করে বসেন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। এবার সেই মন্তব্যের জেরে নিউমার্কেট থানায় অনন্যার বিরুদ্ধে এফআইআর দায়ের করল বিজেপির সংখ্যালঘু মোর্চা। পাশাপাশি হাজরা মোড় থেকে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পর্যন্ত একটি মিছিলেরও আয়োজন করা হয় ওই সংগঠনের পক্ষ থেকে। তবে পুলিশের বাধায় এ দিন মিছিল হয়নি। তৃণমূলের পাল্টা অভিযোগ, মঙ্গলবারের ‘খলিস্তানি’ বিতর্ক থেকে নজর ঘোরাতেই অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে তোলপাড় করছে বিজেপি।
Shame on Mamata Banerjee for using police to arrest Charles Nandi, BJP WB Minority Morcha President and his team, who were marching from Hazra More (South Kolkata) to CM Mamata Banerjee's Kalighat residence, to protest TMC councillor Ananya Banerjee’s abhorrent comments, against… pic.twitter.com/lc8I2mChjo
— Amit Malviya (@amitmalviya) February 21, 2024
রাজ্যে আসছে নতুন প্রকল্প ‘কর্মশ্রী’, রাজ্য বাজেটে বড়সড় সিদ্ধান্ত, উপকৃত হবে লক্ষ লক্ষ পরিবার
বাংলাহান্ট ডেস্কঃ লোকসভা ভোটের আগে রাজ্য সরকারের শেষ বাজেট। এই বাজেটকে জনমুখী হবে এমনটাই ধারণা করেছিল রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। হলটাও তাই। রাজ্যের জনকল্যাণমূলক প্রকল্পগুলিতে বরাদ্দ বাড়ানোর সঙ্গে সঙ্গে মমতা সরকার ‘কর্মশ্রী প্রকল্প’ ঘোষনা করলেন। কেন্দ্রের ১০০ দিনের প্রকল্পের পাল্টা এই প্রকল্পের ঘোষণা করল রাজ্য সরকার। নতুন কর্মশ্রী প্রকল্পে ৫০ দিন করে কাজ দেওয়ার ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
লোকসভা ভোটের আগেও রাজ্য সরকার বাজেটে প্রায় কল্পতরু হয়ে উঠল। লক্ষ্মীর ভাণ্ডার ৫০০ থেকে বেড়ে ১০০০ টাকা, সরকারি কর্মচারীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধি ছাড়াও ঘোষণা হল নতুন প্রকল্পেরও। চন্দ্রিমা ভট্টাচার্য জানান, রাজ্য সরকার চালু করছে নয়া প্রকল্প ‘কর্মশ্রী’। এই প্রকল্পে প্রত্যেক জব কার্ড হোল্ডারকে বছরে কমপক্ষে ৫০ দিনের কাজ নিশ্চিত করা হবে।
আরো পড়ুন- লক্ষ্মীর ভাণ্ডার ৫০০ থেকে বেড়ে ১০০০ টাকা, রাজ্য বাজেটে বিরাট ঘোষণা
একশো দিনের বকেয়া মেটাচ্ছে না কেন্দ্র। রাজ্যের তরফে এনিয়ে একাধিকবার উষ্মা প্রকাশ করা হয়েছে। কেন্দ্রকে একাধিকবার চিঠিও দিয়েছে রাজ্য। কিন্তু বকেয়া আদায় হয়নি। গতমাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বকেয়া মেটানোর জন্য ৭ দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন। তার মধ্যে টাকা না মিললে ধরনার ডাকও দেন তিনি। সেই মতো চলতি মাসের শুরু রেড রোডে ধরনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী। তাতেও বকেয়া আদায় হয়নি।
এই পরিস্থিতিতে রাজ্য বাজেটে শ্রমিকদের জন্য বড়সড় সুখবর দিলেন অর্থমন্ত্রী। জানালেন, MGNREGA প্রকল্পে কেন্দ্র বরাদ্দ বন্ধ করে দেওয়ায় ২১ লক্ষ জবকার্ড হোল্ডার শ্রমিক যারা বঞ্চিত হয়েছেন, তাঁদের বকেয়া মেটানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। ২১ ফেব্রুয়ারির মধ্যে মজুরি প্রদানের কথা বলা হয়েছে। যার জন্য বরাদ্দ করা হয়েছে ৩৭০০ কোটি টাকা। কেন্দ্রের ১০০ দিনের কাজের পালটা চালু হচ্ছে কর্মশ্রী প্রকল্প। এতে প্রত্যেক জবকার্ড হোল্ডার বছরে ৫০ দিন নিশ্চিতভাবে কাজ পাবেন। চলতি বছরের মে মাসে শুরু হবে এই প্রকল্প।
কৃষকদের স্বার্থেও একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাজেটে। অন্যান্য শষ্যের মতো আলু চাষের ক্ষেত্রেও বিমার প্রিমিয়াম বাংলা শষ্যবিমা যোজনায় রাজ্য সরকার বহন করবে বলেই জানানো হয়েছে। এর ফলে ২০ লক্ষ আলু চাষি উপকৃত হবেন। এই বিমা খাতে বরাদ্দ করা হয়েছে ১০০ কোটি টাকা। কৃষিক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে উৎসাহ দিতে আগামী ২ বছরে গ্রাম পঞ্চায়েত স্তরে ২০০০ ফার্ম মেশিনারি হাব হবে। কাস্টম হায়ারিং সেন্টার গঠন করা হবে। এতে ৩০ লক্ষ কৃষক উপকৃত হবেন। এই খাতে বরাদ্দ করা হয়েছে ৪৫০ কোটি। লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে খুশি শ্রমিক-কৃষক সকলেই।
কাঁচরাপাড়ায় পর পর তিনটি বিস্ফোরণ! বোমায় উড়ল হাত
বাংলাহান্ট ডেস্কঃ কাঁচরাপাড়ায় পর পর তিনটি বোমা বিস্ফোরণ। আজ, রবিবার দুপুরে কাঁচরাপাড়া ৭ নম্বর ওয়ার্ডের সুবোধ রায় সরণিতে একটি কাগজ বিক্রির গোডাউনো রাখা ছিল বোমা। বোমা ফেটে গুরুতর জখম হয়েছেন দু’জন। তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনাস্থাল থেকে আরও একটি তাজা বোমা উদ্ধার হয়েছে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, দমকল বাহিনী। আগুন নেভানোর কাজ চলছে।
রবিবার সকালে গান্ধী প্রাইমারি স্কুলের পাশে একটি কাগজের গোডাউনে আচমকা পরপর তিনটি বিস্ফোরণ কেঁপে উঠে গোট এলাকা। আগুন ধরে যায় গোডাউনে। ঘর থেকে বেরিয়ে স্থানীয়রা দেখেন রাস্তা ভর্তি রক্ত। গুরুতর জখম অবস্থায় পড়ে দুজন। বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছে তাঁদের হাত। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন বীজপুর থানার পুলিশ। ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর শর্মিষ্ঠা মজুমদার-সহ অন্যান্যরা। তড়িঘড়ি আতহদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনাস্থলে মোতায়েন বিশালবাহিনী। তবে দোকানের বাইরে থেকে বোমা ছোঁড়া হয়েছে, নাকি দোকানের জিনিসের মধ্যেই মজুত ছিল বোমা, তদন্তে পুলিশ ।
আরো পড়ুন- ইন্ডিয়া জোটে জোর ধাক্কা! ইস্তফা দিয়ে আগামিকাল এনডিএতে নীতীশ?
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, গোডাউনের পাশে বাচ্চাদের স্কুল রয়েছে। পাড়াতে ছোট ছোট ছেলেমেয়েরা খেলা ধূলা করে। এদিন রবিবার থাকা স্কুল বন্ধ ছিল। না হলে আরও বড় বিপদ হতে পারত। আমরা চরম আতঙ্কে রয়েছি। এই ঘটনায় যে বা যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া দরকার।
স্থানীয় কাউন্সিলর শর্মিষ্ঠা মজুমদার বলেন, শান্ত কাঁচরাপাড়াকে এভাবে অশান্ত করার চেষ্টা হচ্ছে। কী করে এরকম ঘটনা ঘটল তা বুঝতে পারছি না। পুলিশ ঘটনার তদন্ত করছে।
গোটা বিষয় নিয়ে বলেন ব্যারাকপুর লোকসভা সংসদ অর্জুন সিং বলেন, আমিও গোটা বিষয়টি শুনেছি। আমাদের পুলিশ কমিশনার খুব সক্ষম। দ্রুত দোষীরা ধরা পড়বে।
পর্যটকদের জন্য সুখবর! দীঘা যাওয়া নিয়ে বড় খবর দিল রেল
বাংলাহান্ট ডেস্কঃ ভ্রমণপ্রিয় বাঙালির কাছে দীঘা (Digha) বরাবরই খুব কাছের একটি জায়গা। সপ্তাহান্তের ছুটি হোক কিংবা একদিনের জন্য ঘুরতে যাওয়ার ঠিকানার খোঁজ পড়লেই বাঙালির পছন্দের তালিকায় প্রথমেই উঠে আসে দীঘার নাম। প্রতিদিন দীঘার সমুদ্র সৈকতে ভিড়ও হয় প্রচুর। এবার সেই সব কথা মাথায় রেখে দীঘাগামী এক্সপ্রেস ট্রেনের কোচ বৃদ্ধি করল রেল।
যাত্রীদের ভিড় সামাল দিতেই রেলের এমন সিদ্ধান্ত। শুধুমাত্র দিঘাগামী নয়, উত্তরবঙ্গগামী আরও একটি এক্সপ্রেস ট্রেনের কোচ বৃদ্ধি করার সিদ্ধান্ত রেলের।
ইতিমধ্যে দুটি ট্রেনে অতিরিক্ত কোচ লাগানো হয়েছে। একদিকে যেমন দিঘা যাত্রীদের সুবিধা হল, পাশাপাশি উত্তরবঙ্গের যাত্রীদের জন্যও অনেকটাই সুবিধা হল।
আরো পড়ুন- মমতাকে লাগাতার নিশানা! অধীরের কারনে তৃণমূল ছাড়ছে INDIA জোট
রেল সূত্রে জানা গিয়েছে, মালদহ টাউন- দীঘা- মালদহ টাউন এক্সপ্রেস ট্রেনের সাধারণ কোচ বৃদ্ধি করা হয়েছে। এই ট্রেনে একটি অতিরিক্ত সাধারত দ্বিতীয় শ্রেণীর কোচ বৃদ্ধি হচ্ছে।
১৩৪১৮/13418 মালদহ টাউন – দীঘা – মালদহ টাউন এক্সপ্রেসেরে ১ ফেব্রুয়ারি থেকে অতিরিক্ত কোচ নিয়ে চলাচল শুরু হবে। অপরদিকে শিয়ালদহ – নিউ আলিপুরদুয়ার – শিয়ালদহ তিস্তা তোর্সা এক্সপ্রেসের এসি কোচ বৃদ্ধি করা হচ্ছে।
জানা গিয়েছে এই ট্রেনেরএকটি অতিরিক্ত এসি-৩ টায়ার কোচ এবং একটি এসি ৩-টায়ার কাম এসি-২ টায়ার কোচ বৃদ্ধি করা হয়েছে । ১৩১৪১/ ১৩১৪২ শিয়ালদহ – নিউ আলিপুরদুয়ার – শিয়ালদহ তিস্তা তোর্সা এক্সপ্রেসে ৩১ জানুয়ারির থেকে নতুন অতিরিক্ত কোচ লাগানো হবে। রেলের এমন সিদ্ধান্তে খুশি যাত্রীরা।
পরিবারের অমত! মন্দিরে গাঁটছাড়া বাঁধলেন দুই তরুণী
বাংলাহান্ট ডেস্কঃ দুজনেই প্রাপ্তবয়স্ক। দীর্ঘদিন ধরেই তারা একে অপরের ভালোবাসা। পরিবারের মত না থাকায় নিজেদের ইচ্ছেতেই দীর্ঘদিনের সম্পর্ককে একটি পূর্ণতার রূপ দিলেন পপি ও প্রতিমা। মালদার ইংরেজবাজার শহরের মেডিক্যাল কলেজ সংলগ্ন হ্যান্টা কালীবাড়ি মন্দিরে সাত পাকে বাঁধা পড়লেন দুই সমপ্রেমী তরুনী। হয়েছে মালাবদল-সিঁদুরদান। আর এই ঘটনার সাক্ষী হিসেবে ওই এলাকায় অসংখ্য মানুষ ভিড় জমান।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পপি মন্ডল এবং প্রতিমা বিশ্বাস, প্রথম জনের বাড়ি বামনগোলা থানার নালাগোলা এলাকায়। অপরজনের বাড়ি কালিয়াচক থানা এলাকায়।
আরো পড়ুন- ১৪ বছর পর কোচবিহারে রাহুল গান্ধী! আজ উত্তরবঙ্গে প্রবেশ কংগ্রেসের ‘ন্যায় যাত্রা’র
দুই মহিলা জানিয়েছেন, তাদের মধ্যে বন্ধুত্ব ছিল দীর্ঘদিনের। মোবাইল ফোনের সূত্র ধরেই তাঁদের আলাপ হয়। ধীরে ধীরে সেই আলাপ যথেষ্ট গাঢ় হয়। দু’জনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। এরপরেই তাঁরা একসঙ্গে থাকার পরিকল্পনা করতে থাকেন তাঁরা। সেই পরিকল্পনা থেকেই তাঁরা একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নেন।
বুধবার রাতে মালদার ইংরেজবাজারের হ্যান্টা কালীবাড়ি মোড়ে দুই সমকামী মহিলা বিবাহ বন্ধনে (Marriage) আবদ্ধ হন। দু’জনেই জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তাঁরা একে অপরের সঙ্গে ভালোবাসার সম্পর্কে আবদ্ধ রয়েছেন। পরিবারের সদস্যদের সমর্থন না মেলায় তাঁরা এভাবে মন্দিরে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন।
১৪ বছর পর কোচবিহারে রাহুল গান্ধী! আজ উত্তরবঙ্গে প্রবেশ কংগ্রেসের ‘ন্যায় যাত্রা’র
বাংলাহান্ট ডেস্কঃ বিজেপি-বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের সঙ্গে বাংলায় থাকছে না তৃণমূল ৷ বুধবার স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ লোকসভা নির্বাচনের আর বেশি দিন বাকি নেই ৷ মুখ্যমন্ত্রীর মান ভাঙানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি থেকে শুরু করে দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের মতো নেতৃত্ব ৷
এই আবহে বৃহস্পতিবার রাহুল গান্ধির নেতৃত্বে বাংলায় প্রবেশ করছে রাহুল গান্ধীর “ভারত জোড়ো ন্যায় যাত্রা”। ১৪ বছর পর উত্তরবঙ্গে পা রাখছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। আজ দিনভর একাধিক কর্মসূচি রয়েছে রাহুলের।
এদিকে রাহুল গান্ধীকে স্বাগত জানাতে তৈরি রাজ্য কংগ্রেসের সভাপতি অধীররঞ্জন চৌধুরি-সহ অন্যান্য নেতৃত্ব। সেখানে অবশ্য নেতৃত্বদের মধ্যে অধীররঞ্জন চৌধুরি ছাড়াও রাজ্য কংগ্রেসের অবজার্ভার আহমেদ মির-সহ একগুচ্ছ নেতা উপস্থিত থাকবেন। আলিপুরদুয়ারে কংগ্রেসের এই কর্মসূচিতে সিপিএম অংশ নেবে বলে সিদ্ধান্ত হয়েছে।
আরো পড়ুন- ED Raid: সাত সকালে তালা ভেঙে শেখ শাহজাহানের বাড়িতে ইডি
এছাড়াও খাবারের তালিকায় রয়েছে লুচি, সাদা রুটি, ছোলার ডাল, সাদা ভাত, ভেজ ডাল, চিকেন কষা, আলু ভাজা, স্যালাড, গন্ধরাজ লেবু। তার সঙ্গে ব্রকোলির বিশেষ একটি সুপ সেখানে তৈরি রাখা হয়েছে। কংগ্রেসের রাজ্য সভাপতি অধীররঞ্জন চৌধুরি বলেন, ন্যায় যাত্রায় রাহুল গান্ধী আজ কোচবিহারে আসছেন। তাঁর এই কর্মসূচি নিয়ে বাংলার মানুষ খুবই উৎসাহিত।
প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি শঙ্কর মালাকার বলেন আমরা রাহুল গান্ধিকে স্বাগত জানানোর জন্য বিভিন্ন জায়গায় তোরণ, হাতগেট, হোর্ডিং, ব্যানার, পোস্টার লাগিয়েছি ৷ 28 জানুয়ারি রাজবংশীদের একটি অনুষ্ঠান আছে ৷ সেখানে 101টি ঢাকি থাকবে ৷ ব্যান্ড থাকবে ৷ বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে রাহুল গান্ধিকে স্বাগত জানানো হবে ৷”
এরই সঙ্গে শঙ্কর মালাকার আরও জানালেন, ভারত জোড়ো ন্যায় যাত্রার জন্য পুলিশ প্রশাসন কংগ্রেসকে সাহায্য করছে ৷ তিনি বলেন, “রাহুল গান্ধির ব্যাপারে এখনও কেউ বিরোধিতা করেনি ৷ আমাদের প্রস্তুতি প্রায় শেষের দিকে ৷ বিজেপি বিরোধী শক্তি সিপিএম, তৃণমূল, আরএসপি সবাইকে আবেদন জানানো হবে ন্যায় যাত্রায় অংশ নেওয়ার জন্য ৷ পুলিশ প্রশাসন খুব ভালো সহযোগিতা করছে। পৌরনিগমও সহযোগিতা করছে।”
গত 14 জানুয়ারি মণিপুর থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ এরপর নাগাল্যান্ড, অসম হয়ে কাল পশ্চিমবঙ্গে ঢুকবে এই যাত্রা ৷ 5 দিন ধরে 7টি জেলার মধ্যে দিয়ে যাবে ভারত জোড়ো ন্যায় যাত্রা ৷
ED Raid: সাত সকালে তালা ভেঙে শেখ শাহজাহানের বাড়িতে ইডি
বাংলাহান্ট ডেস্কঃ সাত সকালে তালা ভেঙে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে ইডি। এর আগেও রেশন দুর্নীতিতে শেখ শাহজাহনের বাড়িতে হানা দিতে গিয়ে ইডি আধিকারিকদের বিপত্তির মুখে পড়তে হয়েছিল৷
আরো পড়ুন- রাশিয়াতে মৃত্যু উপত্যকা! ডিয়াটলোভ পাস রহস্য
১৯ দিন পর ফের ২৫ টি গাড়ি করে ১২৫ জনের বেশি কেন্দ্রীয় বাহিনী নিয়ে সাতজন আধিকারিকের দল শেখ শাহজাহনের বাড়িতে সকাল সাতটার মধ্যে পৌঁছে যায়৷ বাড়িতে তালা বন্ধ থাকায় নাম ধরে ডাকাডাকি করা হলেও কেউ গেট খুলছিলেন না৷ সূত্রের খবর পরে একজন নেমে এলেও সে জানায় তাঁর কাছে বাড়ির চাবি নেই৷ পরে চাবিওয়ালা এনে তালা ভেঙে শেখ শাহজাহানের বাড়িতে ঢোকে ইডি। ২ স্থানীয় সাক্ষীকে সামনে রেখে তল্লাশি শুরু। শেখ শাহজাহানের ঘরে ঢুকে তল্লাশি চালাচ্ছেন ১৩ জন ইডি অফিসার। পুরো ঘটনার ভিডিও রেকর্ডিং করে রাখা হয়েছে৷
ঝুলেই রইল প্রাথমিকের ১১ হাজার শিক্ষকের ভবিষ্যৎ , মেধাতালিকা প্রকাশে ‘না’ সুপ্রিম কোর্টের
বাংলাহান্ট ডেস্কঃ ঝুলেই রইল প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্ট থেকে ছাড়পত্র পেল না প্রাথমিক শিক্ষা পর্ষদ। আবার স্কুলে শিক্ষক নিয়োগ মামলার শুনানি পিছিয়ে গেল শীর্ষ আদালতে। ফলে বহাল থাকল আদালতের আগের নির্দেশ। পূর্ব নির্দেশ মতো এখনই কোনও মেধাতালিকা প্রকাশ করতে পারবে না তারা। শীর্ষ আদালত সূত্রে খবর, আগামী ২২ জানুয়ারি ওই মামলার পরবর্তী শুনানি।
আরো পড়ুন- দুটি ইনজেকশনেই গায়েব হবে খারাপ কোলেস্টেরল! ভারতীয় ফার্মার তৈরি ওষুধ আসছে এই মাসেই
গত বছর প্রাথমিকে প্রায় ১১ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগের কথা জানায় রাজ্য। সেই মতো নিয়োগ প্রক্রিয়া শুরু করে পর্ষদ। গত বছর সেপ্টেম্বরে তারা বিজ্ঞপ্তি দিয়ে জানায়, টেট উত্তীর্ণ ২০২০-২০২২ শিক্ষাবর্ষে প্রশিক্ষণরত ডিএলএড প্রার্থীরা এবং ওই কোর্সের প্রথম বর্ষের উত্তীর্ণরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। পর্ষদের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টে মামলা দায়ের হয়। তখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদের সিদ্ধান্তে সিলমোহর দেন। পরে হাই কোর্টের তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ পর্ষদের ওই বিজ্ঞপ্তি খারিজ করে দেয়। দুই বিচারপতির বেঞ্চ জানায়, প্রশিক্ষণরত প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। শিক্ষক হতে গেলে প্রশিক্ষণ সম্পূর্ণ করতে হবে। পরে অবশ্য দ্বিতীয় বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ ডিএলএড প্রশিক্ষণ শেষ করা প্রার্থীদের সুযোগ দেওয়ার কথা জানায়।
সৌমেন পাল-সহ মূল মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং দিব্যেন্দু চট্টোপাধ্যায়ের যুক্তি, পর্ষদের বিজ্ঞপ্তি মোতাবেক ওই কোর্সের ২০২০-২২ শিক্ষাবর্ষ শেষ হচ্ছে জুন মাসে। আর নিয়োগ প্রক্রিয়া শুরু হবে নভেম্বর মাস থেকে। ফলে ডিএলএড প্রশিক্ষণরতদের সুযোগ দেওয়া উচিত। ওই মামলায় গত বছর ২৮ জুলাই সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি রাজেশ বিন্দলের বেঞ্চ জানায়, আদালতের নির্দেশ ছাড়া ওই নিয়োগ প্রক্রিয়ার মেধাতালিকা প্রকাশ করতে পারবে না পর্ষদ। তার পর থেকে মামলাটির শুনানি একাধিক বার পিছিয়ে গিয়েছে। শীর্ষ আদালত সূত্রে খবর, আগামী ২২ জানুয়ারি মামলাটি আবার শুনানির জন্য উঠবে। সে দিন নিয়োগ প্রক্রিয়ার উপর থেকে জট কাটে কি না সে দিকে তাকিয়ে চাকরিপ্রার্থীরা।
BJP-র পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার
BJP-র পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে, হাওড়ার সাঁকরাইলের কান্দুয়া পঞ্চায়েতের বিজেপি সদস্য রূপা রায়ের বাড়িতে হানা পুলিশের। উদ্ধার ২৬ কেজি গাঁজা, দাবি পুলিশের। বিজেপির পঞ্চায়েত সদস্যার স্বামীকে আটক করেছে পুলিশ।
আরো পড়ুন- টার্গেট ৩৫, প্লেন রেডি বিজেপির! এবার বাংলায় গেরুয়া ঝড় তুলতে আসরে হেনন্ত
HS Exam Syllabus: ১০ বছর পর উচ্চমাধ্যমিকের সিলেবাসে বদল! কবে থেকে চালু হবে নতুন পাঠ্যসূচি?
বাংলাহান্ট ডেস্কঃ ১০ বছর পর উচ্চমাধ্যমিকের সিলেবাসে (HS Exam Syllabus) আসছে বড়সড় বদল। নয়া সিলেবাস সিবিএসই-র ধাঁচে হতে পারে বলে মিলেছে ইঙ্গিত। শুধু তাই নয়, আগামী শিক্ষা বর্ষ থেকেই তা কার্যকর হতে পারে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক সংসদ। আগামী শনিবার অর্থাৎ 16 ডিসেম্বর এই ইস্যুতে হবে বৈঠক।
বৃহস্পতিবার সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, ‘কেন্দ্রীয় বোর্ডের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে নতুন সিলেবাস তৈরি করা হবে। পড়ুয়াদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এদিন সংসদের তরফে জানানো হয়েছে, মোট 47টি বিষয়ের পাঠ্য়সূচিতে বদল আনা হবে। প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা কমিটি গঠন করা হয়েছে। শনিবার সেই কমিটিগুলির সঙ্গে বৈঠক করবেন সংসদ সভাপতি। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
আরো পড়ুন- বালুর রেশন দুর্নীতির কোটি কোটি টাকা বাংলাদেশে পৌঁছে দিত শাহজাহান
উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস শেষবার পরিবর্তন করা হয়েছিল ২০১২-১৩ সালে। এই দশ বছরের মধ্যে সর্বভারতীয় স্তরের পড়াশোনার ধরনে একাধিক পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে বদল করা হচ্ছে রাজ্যের একাদশ-দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রম।
সরকারের অনুমতি পেলেই ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে নতুন সিলেবাস চালু হবে। সরকার ছাড়পত্র দিলে এবছর মাধ্যমিক পাশ করে যে সকল পড়ুয়া একাদশ শ্রেণিতে উঠবে তাদের নয়া সিলেবাসে পড়াশোনা করতে হবে। বর্তমানে পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিক স্তরে অর্থা একাদশ ও দ্বাদশ ক্লাসে ৬০টি বিষয় পড়ানো হয়। এর মধ্যে ১৩টি ভোকেশনাল বিষয়। তবে উচ্চমাধ্যমিকের পাঠ্যক্রম পরিবর্তন হলেও ভোকেশনাল বিষয়ে কোনও পরিবর্তন করা হচ্ছে না।
অন্যদিকে, ২০২৪ সাল থেকে পরিবর্তন আসছে পরীক্ষাব্যবস্থারও। একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা সেমিস্টার সিস্টেমে নেওয়া হবে। নতুন যে পাঠ্যক্রম তৈরি হবে, তা একাদশ ও দ্বাদশ শ্রেণির দুটি করে সেমিস্টারে ভাগ করা হবে। সরকারের সবুজ সংকেত দিলেই ২০২৪ সাল থেকে পরীক্ষাব্যবস্থা ও সিলেবাস নতুন রূপে সেজে উঠতে চলেছে।