ফের বিয়ে করেছে দাউদ ইব্রাহিম! জামাই আদরেই পাকিস্তানে রয়েছে ডন

নয়াদিল্লিঃ ফের বিয়ে করেছে দাউদ ইব্রাহিম! কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA-র জেরায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি ডনের ভাগ্নে আলি শাহের। সেপ্টেম্বরে ভারতে মোস্ট ওয়ান্ডেড আন্ডারওয়ার্ল্ড ডনের ভাগ্নেকে জেরা করে NIA। সর্বভারতীয় সংবাদ মাধ্যমন সূত্রে খবর, জেরায় আলি শাহ জানিয়েছে, পাকিস্তানেই দ্বিতীয়বার সংসার পেতেছে দাউদ ইব্রাহম (Dawood Ibrahim)। জামাই আদরেই পাকিস্তানের রয়েছে ডন। করাচি থেকেই চলছে তার অন্ধকার সাম্রাজ্যের কারবার। দাউদের বোন হাসিনা পার্কার (Haseena Parkar) ছেলের NIA-কে দেওয়া বয়ানের রেকর্ড হাতে পেয়েছে একটি সর্ব ভারতীয় সংবাদ সংস্থা। ওই রেকর্ড সামনে রেখেই তাঁদের দাবি, পাকিস্তানের এক মহিলাকে এবার বিয়ে করেছে দাউদ ইব্রাহিম। তবে প্রথম পক্ষের স্ত্রী মেহজাবিন শেখের সঙ্গেও বিবাহ বিচ্ছেদ হয়নি তার। প্রথম স্ত্রী মেহজাবিন বহু সময়ই দুবাইতে থাকে। সেখানেই ভাগ্নে আলি শাহ পার্কারের সঙ্গে দেখা হয় তার।

দাউদের পাকিস্তানি বউ

মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের মাস্টারমাইন্ড দাউদ ইব্রাহিমকে কয়েক দশক ধরে আশ্রয় দিয়ে রেখেছে পাকিস্তান। আন্তর্জাতিক মঞ্চে বারবার এই অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ। তবে, দাউদের ভাগ্নে আলি শাহ পার্কারের বয়ানে ফের একবার সন্ত্রাসে মদতে পাকিস্তানের বিরুদ্ধে বড় প্রমাণ হাতে এসেছে ভারতের। সূত্রের খবর সেপ্টেম্বরে NIA তদন্তকারীদের জেরায় দাউদের ভাগ্নে জানায়, ২০২২ সালের জুলাইতে দুবাইয়ে দাউদের প্রথম স্ত্রী মেহজাবিন শেখের সঙ্গে দেখা হয় হয় আলি শাহ পার্কারের। তখনই মেহজাবিন তাকে জানায়, এক পাকিস্তানি মহিলাকে ফের বিয়ে করেছএ দাউদ! করাচিতেই নতুন সংসার ডনের। হোয়াটঅ্যাপ কলের মাধ্যমে ভারতে থাকা আত্মীয়দের সঙ্গে মেহজাবিন নিয়মিত যোগাযোগ রাখে বলেও জেরায় জানিয়েছে আলি শাহ পার্কার।

কেন দ্বিতীয় বিয়ে দাউদের

দাউদের প্রথম স্ত্রী মেহজাবিন শেখ ডনের বহু দিনের সঙ্গী। পাকিস্তানের বাইরেও তারা যাতায়াত। ভাগ্নে আলি শাহ পার্কারের দাবি, প্রথম স্ত্রী মেহজাবিনের উপর থেকে তদন্তকারীদের নজর ঘোরাতেই দ্বিতীয় বিয়ে করেছে দাউদ। তবে, ডনের পাকিস্তানি স্ত্রীর সম্পর্কে বিশেষ কোনও তথ্য এখনও সামনে আসেনি। এর আগেও পাকিস্তানের একাধিক প্রভাবশালী পরিবারের সঙ্গে বৈবাহিক সম্পর্ক তৈরি করেছে দাউদের পরিবার। ক্রিকেটার থেকে পাকিস্তানি সেনা কর্তা, ISI এজেন্টরা এখন সেই সূত্রে দাউদের আত্মীয়। দাউদের মেয়ে মাহরুখ কাসকারের বিয়ে হয়েছে প্রাক্তন পাক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদের ছেলের সঙ্গে। ভাইপো রাজ্জাকের সঙ্গে ISI-এর এক সিনিয়র কর্তার মেয়ের বিয়ে দিয়েছে দাউদ। পাক সেনা বা ISI-কর্তাদের পরিবারে বিয়ে হয়েছে দাউদের পরবর্তী প্রজন্মের অনেকেরই।

আরো পড়ুন- নেপালের পোখারার বিমান দুর্ঘটনাস্থল থেকে আরও ২ দেহ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ৭০

তদন্তকারীদের একাংশের মতে পাকিস্তানের কাছের লোক হতেই সেই দেশের সঙ্গে বারবার বৈবাহিক সম্পর্ক বাড়াচ্ছে দাউদ আর তার পরিবার। ভাইপো, ভাইজিদের পর এবার সেই তালিকায় নাম খোদ দাউদের। পাকিস্তানকে পাশে পেতে সরাসরি সে দেশের জামাই হয়ে বসেছেন ডন।

নেপালের পোখারার বিমান দুর্ঘটনাস্থল থেকে আরও ২ দেহ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ৭০

কাঠমান্ডুঃ নেপালের পোখারার বিমান দুর্ঘটনাস্থল থেকে আরও ২ দেহ উদ্ধার। রবিবার নেপালের কাঠমান্ডু থেকে পোখারায় (Pokhara International Airport) নামার পথে ইয়েতি এয়ারলায়ন্সের বিমানটি অবতরণের প্রায় ২০ মিনিট আগে ভেঙে পড়ে ৷ দুর্ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত 70টি দেহ পাওয়া গেল, জানিয়েছে নেপাল পুলিশ ৷ বিমানটিতে যাত্রী ছিলেন ৭২ জন ৷

আরো পড়ুন- পঞ্চায়েত ভোটের আগে বড় ধাক্কা! বিজেপি কংগ্রেস ছেড়ে ১০০০ কর্মী যোগ দিলেন ঘাসফুলে

মুখপাত্র সুদর্শন বারতৌলাকে উদ্ধৃত করে সংবাদসংস্থা জানায়, এটিআর ৭২ ইয়েতি এয়ারলায়ন্স এয়ারক্রাফ্ট (Yeti Airlines flight ATR 72) পুরনো বিমানবন্দর এবং পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের মাঝে ভেঙে পড়ে ৷ সোমবার ইয়েতি এয়ারলায়ন্সের ভেঙে পড়া বিমানটির ব্ল্যাক বক্স ও ফ্লাইট ডাটা রেকর্ডার খুঁজে পাওয়া যায় ৷ নেপালের সেনাবাহিনী এই ব্ল্যাক বক্স ও রেকর্ডারটি অসামরিক বিমান পরিষেবা কর্তৃপক্ষের (Nepal’s Civil Aviation Authority) হাতে তুলে দেয় ৷

বিশ্বের প্রথম ১৪টি সর্বোচ্চ পর্বতশৃঙ্গের মধ্যে 8টি নেপালে ৷ ছোট্ট এই পাহাড়ি দেশে বারে বারেই এমন ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে ৷ সেফটি ম্যাটার্স ফাউন্ডেশনের (Safety Matters Foundation) দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৪৬ সাল থেকে ৪২টি ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা ঘটেছে নেপালে ৷ অন্নপূর্ণা পর্বতশৃঙ্গের (Annapurna mountain range) প্রবেশপথ পোখারা ৷ তাই পর্যটকদের কাছে এই জায়গাটি জনপ্রিয়৷ এটি ২ হাজার ৭০০ ফুট বা ৮২০ মিটার উচ্চতায় অবস্থিত ৷ মাত্র দু’সপ্তাহ আগে এই পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হয়৷ সেই সময় এই এলাকায় পাখির সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন এক বিশেষজ্ঞ৷ এর কাছে দু’টি নদী রয়েছে৷ তাই এখানে বিমানবন্দর তৈরির ফলে বিপদের আশঙ্কা করেছিল বিশেষজ্ঞ মহল ৷

প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রীকে ফাঁসি দিল ইরান

তেহরান: ব্রিটেনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী আলিরেজা আকবরিকে ফাঁসি দিল ইরানের সুপ্রিম কোর্ট। ব্রিটেন ও ইরানের দ্বৈত নাগরিকত্ব ছিল তাঁর। আগেই তাঁকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছিল। শনিবার তা কার্যকর করা হল।

আরো পড়ুন- নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা, ৭২ যাত্রী নিয়ে পোখরায় ভেঙে পড়ল বিমান

ইরানের বিচার বিভাগ জানিয়েছে, ব্রিটেনের গোয়েন্দা সংস্থার হয়ে গোপনে কাজ করে রাষ্ট্র বিরোধিতা করেছেন আকবরি। ইরানের অভ্যন্তরীণ খবর তিনি পাচার করছিলেন। দেশের নিরাপত্তার ক্ষতি করার অপরাধে ২০১৯ সালে গ্রেপ্তার করা হয় তাঁকে। ২০০০ সাল থেকে আট বছর ইরানের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন তিনি। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ওঠে। যদিও তিনি তা অস্বীকার করেন। এ সংক্রান্ত একটি অডিও টেপও প্রকাশিত হয়েছে। যেখানে আকবরিকে বলতে শোনা গিয়েছে, অভিযোগ মেনে নেওয়ার জন্য ভয়ানক অত্যাচার চালানো হচ্ছে। ওরা যেটা চাইছে, সেটা আমাকে দিয়ে বলানোর জন্য শারীরিক ও মানসিকভাবে চাপ দেওয়া হচ্ছে। আমেরিকার বিদেশ মন্ত্রকের মুখপাত্র বেদান্ত প্যাটেল জানিয়েছেন, আকবরির মৃত্যুদণ্ড অযৌক্তিক। তাঁকে স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছে। তাঁর মৃত্যুদণ্ডের বিরোধিতা করেছে ব্রিটেন সরকারও।

নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা, ৭২ যাত্রী নিয়ে পোখরায় ভেঙে পড়ল বিমান

কাঠমান্ডুঃ নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা। বিমান দুর্ঘটনায় এখনো পর্যন্ত অন্তত ৬৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। কাঠমাণ্ডু থেকে পোখরাগামী ওই বিমানে মোট ৭২ জন সওয়ারি ছিলেন। তাঁদের মধ্যে ৪ জন বিমানের চালক এবং ক্রু সদস্য। এএফপি জানিয়েছে, এঁদের অধিকাংশেরই বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।

এএফপির দেওয়া তথ্য বলছে, বিমানে ৫৩ জন নেপালি এবং ৫ ভারতীয়-সহ ১৫ জন বিদেশি যাত্রী ছিলেন। এই বিদেশিদের মধ্যে ছিলেন ৪ জন রাশিয়ান, ২ কোরিয়ার নাগরিক এবং আর্জেন্টিনা, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া ও ফ্রান্স থেকে ছিলেন একজন করে। যাত্রীদের মধ্যে ছিল ৬ জন শিশুও। মোট ৬৮ জন যাত্রীর মধ্যে ২জনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে খবর। 

নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা

দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ছিল টুইন ইঞ্জিন চালিত এটিআর ৭২। এই বিমান পরিচালনার দায়িত্বে ছিল নেপালের ইয়েতি এয়ারলাইন্স। বিমানটিতে ৭২ জনেরই বসার আসন। সবক’টিতেই যাত্রী ছিলেন। রবিবার সকাল ১১ টা নাগাদ নেপালের পোখরা বিমানবন্দরের কিছু আগে ভেঙে পড়ে বিমানটি। তার কিছু ক্ষণের মধ্যেই ওই বিমানের পোখরায় অবতরণ করার কথা ছিল।

সকাল ১০টা ৩৩ মিনিট নাগাদ কাঠমাণ্ডুর ত্রিভুবন  আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি ওড়ে। কাঠমাণ্ডু থেকে পোখরার এই যাত্রাপথ ২৫ মিনিটের। দুর্ঘটনাটি ঘটে ওড়ার ২০ মিনিট পর। 

যদিও, নেপালে এই ধরনের দুর্ঘটনা নতুন কিছু নয় ৷ ইতিহাস বলছে, শুধুমাত্র ঘরোয়া বিমান নয়, নেপালে একাধিকবার দুর্ঘটনার কবলে পড়েছে বহু বিদেশি ও আন্তর্জাতিক উড়ান ৷ পরিসংখ্যান ধরলে দেখা যাবে, গত 30 বছরেরও বেশি সময় ধরে নেপালে অন্তত 27টি ভয়াবহ বিমান দুর্ঘটনা (Nepal Plane Crash History) ঘটেছে ৷ যার মধ্যে 20টিকে সাম্প্রতিক সময়ের সবথেকে ভয়াবহ বিমান দুর্ঘটনা বলে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা ৷ ইউএস-বাংলা এয়ারলাইন্সের মতো আন্তর্জাতিক বিমান যেমন দুর্ঘটনার কবলে পড়েছে, তেমনই ঘরোয়া উড়ান পরিষেবার আওতাভুক্ত তারা এয়ারের বিমানও ভেঙে পড়েছে নেপালে ৷

Lulo Rose: আফ্রিকার খনি থেকে মিলল বিরলতম Lulo Rose, যেন স্বপ্ন..

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি বিশাল সাইজের গোলাপি হিরের ছবি। জানা গিয়েছে যে বিগত ৩০০ বছরে এমন হিরে পাওয়া যায়নি। এটাই এখন বিশ্বের সবথেকে বড় হিরে। মাটি খুঁড়ে এমন একটি হিরে দেখতে পেয়ে চমকে ওঠেন সেখানকার শ্রমিকরা। কারণ গোলাপি রঙের সেই হিরে ১৭০ ক্যারাটের। অতিবিরল গোলাপি রঙের বিশাল সাইজের হিরে দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের।

আরো পড়ুন- BSNL: ঢেলে সাজানো হবে বিএসএনএলকে, সংস্থায় ১.৬৪ লাখ কোটি টাকা বিনিয়োগ করছে কেন্দ্র

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই গোলাপি রঙের হিরের ছবি শেয়ার করা হয়েছে টুইটারে। @lucapa_lom নামের একটি প্রোফাইল থেকে টুইটারে শেয়ার করা হয়েছে ভাইরাল হওয়া সেই হিরের ছবি। ১৭০ ক্যারেটের এই হিরে এখন এক বিস্ময় হয়ে হাতে এসেছে। এর নাম রাখা হয়েছে লুলো রোজ (Lulo Rose)। প্রসঙ্গত রোজ তার গোলাপি আভার জন্য, আর লুলো ওই জায়গার নামের কারণে, যেখান থেকে হিরেটি পাওয়া গিয়েছে।

আফ্রিকার অ্যাঙ্গোলার উত্তরপূর্ব অংশে রয়েছে একের পর এক হিরের খনি। যেখানে রয়েছে প্রচুর হিরের সম্ভার। সেখানেই একটি হিরের খনি থেকে হিরে উত্তোলনের দায়িত্বে রয়েছে অস্ট্রেলিয়ার একটি সংস্থা।

তারাই জানিয়েছে তাদের খনি থেকে একটি গোলাপি হিরে পাওয়া গিয়েছে যা ১৭০ ক্যারেটের। এটাই অদ্যাবধি বিশ্বের সবচেয়ে বড় গোলাপি হিরে।

হিরেটি পাওয়ার পর এই খবর বিশ্বের তাবড় সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। অ্যাঙ্গোলা সরকারও তাদের দেশে এই হিরে পাওয়ার জন্য গর্বিত বলে জানিয়েছে।

এত বড় হিরে, তাও আবার অতিবিরল গোলাপি হিরে, এও সম্ভব। মাটি খুঁড়ে সেটি পাওয়া গিয়েছে, যা দেখে চক্ষু ছানাবড়া সকলের। হিরেটির দাম কত হতে পারে সেই বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানা যায়নি। কিন্তু, এর দাম যে এক বিশাল অঙ্ক হতে চলেছে তা বলাই বাহুল্য।

গাঁজা চাষকে বৈধ ঘোষণা করল এই দেশ! এশিয়াতে প্রথম

গাঁজা চাষকে বৈধ ঘোষণা করলো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড। এখন থেকে দেশটিতে গাঁজা উৎপাদন এবং বিক্রির উপরে আর কোনো নিষেধাজ্ঞা থাকছে না। এছারা গাঁজাকে নিষিদ্ধ মাদকের তালিকা থেকেও সরিয়ে নিয়েছে থাই সরকার। এ অঞ্চলে থাইল্যান্ডই প্রথম দেশ যে এ ধরনের পদক্ষেপ নিয়েছে।

আরো পড়ুন- পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্য, নুপুরদের গ্রেপ্তারির দাবি মমতার

মূলত মাদক দ্রব্য হিসাবে পরিচিত হলেও বর্তমানে চিকিৎসাক্ষেত্রেও বাড়ছে গাঁজা গাছ থেকে প্রাপ্ত একাধিক উপাদানের ব্যবহার। সেই কথা মাথায় রেখেই এ বার গাঁজা চাষকে বৈধ ঘোষণা করল থাইল্যান্ড। ইউরোপ ও আমেরিকার কিছু দেশে গাঁজা চাষ বৈধ হলেও এশিয়াতে এমন সিদ্ধান্ত এই প্রথম।

এর আগে ২০১৮ সালে চিকিৎসার জন্য গাঁজা মজুত রাখাকে আইনত স্বীকৃতি দেয় থাইল্যান্ড। কিন্তু গাঁজা চাষ বৈধ না হওয়ায়, অবৈধ উপায়ে গাঁজা আমদানি বাড়ছিল দেশ জুড়ে। সেই সমস্যা নিয়ন্ত্রণে এই পদক্ষেপ কিছুটা হলেও সহায়তা করবে বলেই মত বিশেষজ্ঞদের একাংশের। এমনকি বৈধ ভাবে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের ১০ লক্ষ গাঁজা গাছের চারা বিলি করা হবে বলে জানানো হয়েছে থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রকের তরফে। নাগরিকরা যাতে গাঁজা চাষে আগ্রহী হয় সে জন্য প্রচারণাও চলছে। এ নিয়ে থাইল্যান্ডের ডেপুটি প্রধানমন্ত্রী আনুতিন চর্নভিরাকুল বলেন, গাঁজা থেকে আয় করার জন্য দেশ ও দেশের জনগণের জন্য এটিই সুযোগ।

Russia Ukraine War: যুদ্ধ আবহে নোবেল শান্তি পুরস্কার পেতে পারেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, সুপারিশ ইউরোপের

বাংলাহান্ট ডেস্কঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির নাম ২০২২ সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার আবেদন জমা পড়ল নোবেল কমিটিতে। নরওয়ের নোবেল কমিটিকে এই আবেদনটি করেছেন ইউরোপের বিভিন্ন প্রাক্তন এবং বর্তমান রাজনীতিবিদরা। পাশাপাশি এই কমিটিকে মনোনয়ন প্রক্রিয়া মার্চ মাসের ৩১ তারিখ অবধি বাড়ানোর জন্যও অনুরোধ জানিয়েছেন তাঁরা।

আরো পড়ুন- রুশ রকেট হানায় প্রাণ হারালেন ইউক্রেনের জনপ্রিয় অভিনেত্রী ওকসানা শভেটস

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, শান্তি পুরস্কারের জন্য জেলেনস্কির নাম প্রস্তাব করে মার্চের ১১ তারিখ এক যৌথবিবৃতি জারি করেন ইউরোপের বেশ কয়েকজন রাজনীতিবিদ ও কুটনীতিকরা। নরওয়ের নোবেল কমিটির কাছে পেশ করা ওই বিবৃতিতে বলা হয়েছে, “আমরা নোবেল কমিটির কাছে ২০২২ সালের নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন প্রক্রিয়া ফের শুরু করার আবেদন জানাচ্ছি। সেই সময় যেন বাড়িয়ে ৩১ মার্চ করা হয়। ইউক্রেনের মানুষের কথা মাথায় রেখে শান্তি পুরস্কারের জন্য প্রেসিডেন্ট জেলেনস্কির নাম মনোনীত করা যেতে পারে।” বলে রাখা ভাল, এই বছর ৩ থেকে ১০ অক্টোবরের মধ্যে নোবেল প্রাইজ জয়ীদের নাম ঘোষণা করা হবে। এবছরের শান্তি পুরস্কারের দৌড়ে রয়েছেন ২৫১ জন ও ৯২টি সংস্থা।

এদিকে, শান্তি পুরস্কারের জন্য জেলেনস্কির নাম প্রস্তাব ঘিরে দেখা দিয়েছে প্রশ্ন। কূটনীতিক বিশেষজ্ঞদের একাংশের ধারণা, ইউরোপীয় নেতাদের এহেন পদক্ষেপ রুশবিরোধী প্রোপাগান্ডা ছাড়া কিছুই নয়। কারণ, পাঁচবার নাম মনোনীত হওয়ার পরও সত্যাগ্রহের জনক মহাত্মা গান্ধীকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়নি। কিন্তু, এদিকে ১৯৭৩ সালে ভিয়েতনাম যুদ্ধ চলাকালীন তৎকালীন মার্কিন বিদেশ সচিব হেনরি কিসিংগারকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। মনে রাখা দরকার, কিসিংগারের নির্দেশেই হ্যানয় শহরকে বোমা মেরে গুঁড়িয়ে দিয়েছিল মার্কিন যুদ্ধবিমান। তাই নোবেল কমিটির সিদ্ধান্ত ও পুরস্কার জয়ীদের কৃতিত্ব নিয়েও যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে বলেই মত বিশ্লেষকদের একাংশের।

উল্লেখ্য, যত সময় যাচ্ছে ততই চাপ বাড়ছে পুতিনের উপরে। ইতিমধ্যেই ব্রিটেন রাশিয়াকে তোপ দেগে দাবি করেছে, রাশিয়া ইউক্রেনে যা করছে তা যুদ্ধাপরাধ। সাধারণ নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা। এর আগে মঙ্গলবার ক্রেমলিনের আগ্রাসনের নিন্দা করে সর্বসম্মত ভাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী বলে ঘোষণা করে আমেরিকার সেনেট। রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম বিষয়টি প্রস্তাব করলে দলের দুই সেনেটর তাঁকে সমর্থন জানান।

রুশ রকেট হানায় প্রাণ হারালেন ইউক্রেনের জনপ্রিয় অভিনেত্রী ওকসানা শভেটস

বাংলাহান্ট ডেস্ক: রুশ রকেট হানায় এবার প্রাণ হারালেন ইউক্রেনের জনপ্রিয় অভিনেত্রী ওকসানা শভেটস (Oksana Shvets)। শুক্রবার অভিনেত্রীর দল ‘ইয়ং থিয়েটার’ একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, কিভের একটি আবাসিক ভবনে রাশিয়ার রকেট হানায় নিহত হয়েছেন ইউক্রেনীয় শিল্পী ওকসানা শভেটস (Ukrainian actor Oksana Shvets)।

আরো পড়ুন- শিশুদের স্বাস্থ্য নিয়ে কার্যত ছেলেখেলা! ৪১০ শিশুকে মেয়াদ পেরোনো টিকা! ক্যাগ রিপোর্ট

সংবাদ সংস্থা সূত্রে খবর, অভিনেত্রী ওকশানা শভেটসের বয়স হয়েছিল ৬৭ বছর। কয়েক মাস আগেই অভিনেত্রীকে ইউক্রেনের সর্বোচ্চ সম্মান ‘অনার্ড আর্টিস্ট অফ ইউক্রেন’ প্রদান করা হয়েছিল। থিয়েটারের সঙ্গেও যুক্ত ছিলেন অভিনেত্রী। ওকসানার বেশ কিছু ছবি দেশি-বিদেশি চলচ্চিত্র উৎসবে পুরস্কারও জিতে নিয়েছিল।

দেখতে দেখতে তিন সপ্তাহ অতিক্রান্ত। এখনও রাশিয়ার (Russia) সঙ্গে লড়াই করে চলেছে ইউক্রেন (Russia-Ukraine War)। যদি যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হয়, তাহলে পারমাণবিক অস্ত্র প্রয়োগ করতেও পিছপা হবে না রাশিয়া। এমনই আশঙ্কা প্রকাশ করেছে আমেরিকা (US)।

আরো পড়ুন- রাজ্যবাসীকে দোলের শুভেচ্ছা জানিয়ে একতার বার্তা মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, যত সময় যাচ্ছে ততই চাপ বাড়ছে পুতিনের উপরে। ইতিমধ্যেই রাশিয়াকে তোপ দেগে ব্রিটেন দাবি করেছে, ইউক্রেনে রাশিয়া যা করছে, তা যুদ্ধাপরাধ। সাধারণ নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা। এর আগে মঙ্গলবার ক্রেমলিনের আগ্রাসনের নিন্দা করে সর্বসম্মত ভাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী বলে ঘোষণা করে আমেরিকার সেনেট। রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম বিষয়টি প্রস্তাব করলে দলের দুই সেনেটের তাঁকে সমর্থন জানান।

এদিকে ইউক্রেনকে কোটি কোটি টাকার অত্যাধুনিক হাতিয়ার দেওয়ার কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনকে অস্ত্র দিলে তা যুদ্ধের সামিল মনে করা হবে বলে হুমকি দিয়েছে রাশিয়া। সম্প্রতি মার্কিন অস্ত্রবোঝাই গাড়িতে হামলা চালানোর হুমকি দিয়েছে মস্কো। ২০১৪ সালে ক্রিমিয়া দখলের পর থেকেই রাশিয়ার বিরুদ্ধে কিয়েভকে অস্ত্রের জোগান দিচ্ছে ওয়াশিংটন। সবমিলিয়ে এখনও পর্যন্ত ইউক্রেনের হাতে প্রায় ১২০ কোটি মার্কিন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম তুলে দিয়েছে আমেরিকা। ফলে এবার খড়্গহস্ত মস্কো।

অবিকল মানুষের মত ঠোঁট-দাঁত যুক্ত বিরল মাছ, মুহূর্তে ভাইরাল ভিডিও

প্রকৃতি হল এক রহস্যের ভান্ডার। প্রকৃতি তার এই ভান্ডারে কত কি যে লুকিয়ে রেখেছে তার বেশিরভাগই এখনও মানুষের অজানা। প্রতিদিনই কিছু না কিছু বিস্ময়কর তথ্য আমাদের সামনে আসছে, আর তা দেখে আমরা রীতিমতো অবাক হয়ে যায় যে এরম কিছু জিনিসও পৃথিবীতে আছে ভেবে। এবারও সেরকমই হল। আরও একবার দেখা গেল মানুষের মতো ঠোঁট-দাঁত যুক্ত বিরল মাছ।

আরো পড়ুন- Philippines BrahMos: ভারত থেকে ব্রহ্মস মিসাইল কেনার অনুমোদন দিল ফিলিপাইনস

এর আগেও মানুষের মতো দেখতে মাছ দেখা গিয়েছিল। কিন্তু সেবার জলের একটু নিচে দেখা গিয়েছিল সেটিকে। অল্প সময়ের মধ্যে একজন সেই মাছের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছিলেন। ছবি খুব একটা স্পষ্ট ছিল না। ফলে ওই ছবি নিয়ে ধোয়াঁশা ছিল। তবে এবার ব্যাপারটা আলাদা। মানুষের মতো দেখতে মাছ ধরা পড়েছে। ফলে সেটিকে খুব কাছ থেকে দেখা ও যাচাই করার সুযোগ ছিল। একেবারে মানুষের মতো দাঁত ও ঠোঁট। মুখের গড়ন অনেকটাই মানুষের মতো। সেই মাছের ছবির সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই অনেকে সেটিকে ফটোশপ এর মাধ্যমে আরও বেশি মানুষের মতো আকৃতি দিতে লেগে পড়েন।

জানা গিয়েছে, এই ধরনের মাছ এশিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলের অনেক জলাশয়ে দেখা যায়। এই ধরনের মাছকে বলা হয় ট্রিগার ফিশ। মাছটির শরীরে দুটি রং স্পষ্ট। আর এই দুটো রঙকে আলাদা করেছে লাল রঙের একটি রেখা। ঠোঁটের ওপর দিক দিয়ে শরীরের নিচের অংশ পর্যন্ত বিস্তৃত সেই লাল রেখা। মাছটির মুখ লম্বা। চোখের সামনে ধূসর রঙের বর্ডার দেখতে অনেক টা বেল্ট এর মতো।

দেখুন ভিডিও-