অন্তঃসত্ত্বা গৃহবধূর পেটে লাথি, নষ্ট গর্ভস্থ ভ্রুন! অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য - Bangla Hunt

অন্তঃসত্ত্বা গৃহবধূর পেটে লাথি, নষ্ট গর্ভস্থ ভ্রুন! অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য

By Bangla Hunt Desk - April 23, 2022

তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর পেটে লাথি, নষ্ট করে দেওয়া হয় গর্ভের সন্তান, অভিযোগ করায় পুনরায় বাড়ি ভাঙচুর। এমনকি প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়। রমজান মাসেও আতঙ্কে ঘরছাড়া পরিবার। অভিযোগের তীর তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য আনোয়ার হোসেন মণ্ডলের বিরুদ্ধে। নদিয়ার শান্তিপুর থানা গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের টেংরি ডাঙ্গা এলাকার ঘটনা।

আরো পড়ুন- মুসলিম কয়েদিদের সঙ্গে রোজা পালন হিন্দুদের, অশান্তির অবহে সম্প্রিতির নজির উত্তরপ্রদেশের জেলে

স্থানীয় সূত্রের খবর, ১৭ এপ্রিল রাতে ঘটনাটি ঘটেছে গয়েশপুর পঞ্চায়েতের টেংরিডাঙ্গা গ্রামে। আনোয়ার যে ফতোয়া জারি করেছিল তা অমান্য করার অপরাধেই রাতে ওই গৃহবধূর বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। সেখানেই এই নেতা এমন ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। এই তৃণমূল কংগ্রেস নেতা আবার ইটভাটার মালিক। নির্যাতিতা গৃহবধূর পরিবারের সদস্যরা থানায় অভিযোগ করলে খুন করা হবে বলে হুমকি দেয় আনোয়ার।

নির্যাতিতার দাদা বাদশা শেখ বলেন, ‘আমরাও তৃণমূল কংগ্রেস করি। কিন্তু আনোয়ারের অত্যাচার থেকে রেহাই মেলেনি। সেদিন রাতে দুষ্কৃতীদের নিয়ে সে আমাদের বাড়িতে চড়াও হয়েছিল। বাড়িতে আমার মা এবং বোন ছিল। বাড়িতে ঢুকে আমার মায়ের উপর অত্যাচার করে। আমার অন্তঃসত্ত্বা বোনের পেটে লাথি মারা হয়। তার গর্ভস্থ সন্তান নষ্ট হয়।’

এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের নেতা আমিরুল ইসলাম মণ্ডল বলেন, ‘এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দার। এটা মেনে নেওয়া যায় না। জানতে পেরেছি ওই পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে। তবে আইনের প্রতি আমাদের আস্থা রয়েছে। যে বা যারা এই কাজ করেছে, তাদের শাস্তি হবেই।’

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর