Panihati Murder Case: বাবার খুনের বদলা নিতেই খুন! পানিহাটি খুনের ঘটনায় গ্রেপ্তার ২ - Bangla Hunt

Panihati Murder Case: বাবার খুনের বদলা নিতেই খুন! পানিহাটি খুনের ঘটনায় গ্রেপ্তার ২

By Bangla Hunt Desk - March 20, 2022

নিউজ ডেক্সঃ বাবার খুনের বদলা নিতেই খুন! শনিবার পানিহাটি খুনের ঘটনায় উঠে এল এমই চাঞ্চল্যকর তথ্য। বাবার খুনের বদলা নিতেই মহম্মদ আরমানকে খুন করেছে শেখ বশির এবং রমজান। পুলিশের প্রাথমিক তদন্তে এমনটাই জানা গিয়েছে। পুলিশ বশির এবং রমজানকে গ্রেফতার করেছে।

আরো পড়ুন- The Kashmir Files: ছবিতে রয়েছে অতীতের দগদগে স্মৃতি! খুব উগরে বললেন অনুপমের মা

শনিবার হোলির দিন বিকেলে আগরপাড়ার নয়াবস্তি এলাকায় একটি ক্ষতবিক্ষত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় খড়দহ থানায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম শেখ আরমান (৩৫)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিন ১৫ আগে জেল থেকে ছাড়া পেয়েছিল আরমান। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তা থেকে পুলিশের অনুমান, আরমানকে ভোজালিকে দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। এর পরেই ওই ঘটনায় জড়িত সন্দেহে বশির এবং রমজান নামে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের তোলা হবে ব্যারাকপুর মহকুমা আদালতে।

প্রাথমিক তদন্তের পুলিশের দাবি, ২০১১ সালে শেখ উজির নামে এক ব্যক্তি নয়াবস্তিতে খুন হন। সেই খুনে নাম জড়ায় আরমানের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবক এক দাগি অপরাধী। তার নামে পুলিশের খাতায় ১৭টি মামলা রয়েছে।

ধৃত বশিরের বোন আসমা খাতুনের কথায়, ‘‘সরফরাজ আর ওর এক সঙ্গী সবসময় আমার ভাইকে হুমকি দিত যে, ‘তোর বাবাকে মেরেছি। এ বার তোর ভাইকেও খুন করব।’ ওদের সঙ্গে আমাদের পুরনো শত্রুতা আছে। বাবাকে ওরা কী কারণে খুন করেছিল, জানি না। তখন আমরা ছোট ছিলাম।’’ পুলিশের প্রাথমিক অনুমান, বাবার খুনের বদলা নিতেই রমজানকে খুন করেছে বশির এবং তার সঙ্গী।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর