নিউজ ডেক্সঃ অবশেষে পাঞ্জাবের ২৫ তম মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ভগবন্ত মান। নিজের গ্রামে আম আদমি পার্টির নেতা হিসেবেই সকলকে সাক্ষী রেখে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন তিনি। নিজের গ্রাম খাতকার কালানে আয়োজন করা হয়েছিল তাঁর শপথ গ্রহন অনুষ্ঠান। পাঞ্জাবের মত বড় রাজ্যের মানুষ তাঁকে নির্বাচিত করেছেন তাই কোনও ভাবেই তাঁদের নিরাশ করবেন না তিনি। এদিন তাঁকে শপথ বাক্য পাঠ করালেন পঞ্জাবের রাজ্যপাল বনোয়ারীলাল পুরোহিত।
আরো পড়ুন- ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং! ১৯-২০ তারিখেই বদলে যাবে আবহওয়া
ভগবন্ত মান একজন কৌতুক অভিনেতা হিসাবে নিজের কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে তিনি আপের একজন সক্রিয় এবং গুরুত্বপূর্ণ মুখ হিসাবে জাতীয় রাজনীতিতে আত্মপ্রকাশ করেন। আর তাই আম আদমি দলের কাণ্ডারি অরবিন্দ কেজরিওয়াল যখন ২০২২-এর পঞ্জাবের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ভগবন্ত মানের নাম ঘোষণা করেন তখন থেকেই মানুষের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। পঞ্জাবের বিধানসভা নির্বাচনে আপঝড়ে কার্যত খড়কুটোর মতো উড়ে গিয়েছে কংগ্রেস, বিজেপিরা। ভগবন্ত মান একাই জিতেছেন প্রায় ৫৮ হাজার ভোটের ব্যবধানে।
এদিন ভগৎ সিংয়ের গ্রামে দাঁড়িয়ে তাঁর পছন্দের রঙে সেজেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংয়ের প্রিয় রং ছিল বাসন্তী হলুদ রং। এই রংকে তিনি বিপ্লবের প্রতীক বলে মনে করতেন। আজ বুধবার পাঞ্জাবের ২৫ তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার সময়ে ভগবন্ত মানের পড়নেও ছিল বাসন্তী হলুদ রঙয়ের পাগড়ি। এমনকি শপথ গ্রহণের সময়েও তিনি হাতে বাসন্তী হলুদ রঙয়ের এক টুকরো কাপড় ধরেছিলেন। শপথ গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর সময়ে তাঁর মুখে এই রঙের উল্লেখ পাওয়া যায়। তিনি বলেন, ‘আমরা বাসন্তী রং দিয়ে খতর কালানকে রাঙিয়ে দেব। ওই ভিডিওতে তিনি আরও বলেন, ‘আগামী ১৬ মার্চ, ভগত সিংয়ের খটকার কালানে, শুধু ভগবন্ত মানই শপথ নেবেন না এবং মুখ্যমন্ত্রী হবেন না, আমার সাথে পাঞ্জাবের তিন কোটি মানুষও মুখ্যমন্ত্রী হবেন। একসাথে আমরা শহীদ ভগৎ সিং-এর ‘রংলা পাঞ্জাব’ বানাব।’
উল্লেখ্য, ভাগবন্ত মান হলেন পঞ্জাবের সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী। মাত্র ৪৮ বছর বয়সেই তিনি এদিন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ বাক্য পাঠ করলেন। এদিন তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। সেই সঙ্গে রাঘব চাড্ডার মতো একাধিক শীর্ষস্থানীয় আপ নেতৃত্বও এদিন পাশে ছিলেন ভগবন্ত মানের।
কল্যাণীতে দুঃসাহসিক ছিনতাই! কাঁচরাপাড়ার ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠ
Durga Puja 2024: অভিনব উদ্যোগ! মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব
কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫ লক্ষ টাকার মাল চুরি, মুল পান্ডা সুমন রায় গ্রেফতার
Durga Puja 2024: খুঁটি পুজো দিয়ে শুরু হল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের এ বছরের পুজো
ইটালিতে জি৭ বৈঠকে জেলেনস্কি-মোদী বৈঠক, যুদ্ধ বন্ধের জন্য কী বললেন?
নিয়োগ মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের আরও জমি বাজেয়াপ্ত করল ইডি
রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষনা তৃণমূলের
চন্দবাবুর শপথ গ্রহণ অনুষ্ঠানে কেনো এলেন না নীতিশ? খোঁচা বিরোধীদের, নীতিশকে ঘিরে জল্পনা
উত্তরের চা বলয়ে বিজেপির ভোট ব্যাঙ্কে ধস! রাশ ধরুক আরএসএস, জোর চর্চা দলের অন্দরে
একী কাণ্ড? বাংলায় ৩ বিজেপি সাংসদ যোগাযোগ করছেন তৃণমূলের সঙ্গে!