ফের করোনা আতঙ্ক চিনে! নতুন ভাইরাসের সংক্রমনের আশঙ্কায় বেজিং সহ ১৩ টি শহরের জারি লকডাউন - Bangla Hunt

ফের করোনা আতঙ্ক চিনে! নতুন ভাইরাসের সংক্রমনের আশঙ্কায় বেজিং সহ ১৩ টি শহরের জারি লকডাউন

By Bangla Hunt Desk - March 15, 2022

বাংলাহান্ট ডেক্সঃ ফের করোনা আতঙ্ক চিনের শহরে! চিনের চাংচুন শহরে কোভিড রুখতে লকডাউন। পাশাপাশি ওমিক্রন নিয়েও উদ্বেগ রয়েছে। আর এসব ঠেকাতে ৯ মিলিয়ন জনসংখ্য়ার এই শহরে ফের লকডাউন ঘোষণা করা হল। বিশেষ নির্দেশে জানানো হয়েছে, সেখানকার বাসিন্দাদের বাড়িতে থাকতে হবে। পরিবারের একমাত্র সদস্য খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য সপ্তাহে দুদিন বাড়ির বাইরে বেরতে পারবেন। সমস্ত বাসিন্দাকে তিন দফা গণ পরীক্ষা করা হবে। অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া সমস্ত ব্যবসা বন্ধ রাখতে হবে। পরিবহণ ব্যবস্থাও স্থগিত রাখার কথা বলা হয়েছে। সংক্রমণ যাতে দেশের অন্য প্রান্তে ছড়িয়ে না পড়ে তাই আগেভাগেই ওই শহরের ৯০ লক্ষ মানুষকে ‘ঘরবন্দি’ করল চিন প্রশাসন।

আরো পড়ুন- লন্ডনে স্টেশনের নাম লেখা হল বাংলায়, বাঙালিদের জন্য ‘গর্বের মুহূর্ত’, টুইট করে জানালেন মমতা

মঙ্গলবার নতুন করে ৫২৮০ জন কোভিডে আক্রান্ত হয়েছেন চিনে। আক্রান্তের সংখ্যা গতকালের তুলনায় প্রায় দ্বিগুণ। উল্লেখ্য, চিন থেকেই এই গ্রহে মারণ ভাইরাসের সূত্রপাত হলেও, দেশটি বারবার অতি কঠোর বিধিনিষেধ লাগু করলেও সেখানে সংক্রমিতের সংখ্যা বরাবর ছিল কম। কিন্তু গত কয়েকদিনে তা লাগামছাড়া হয়ে উঠেছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবারের সংক্রমিতের সংখ্যা গত দুই বছরে সবচেয়ে বেশি। অধিকাংশ মানুষ অতিসংক্রামক ওমিক্রনের ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন বলে জানা গিয়েছে। এই অবস্থায় ১৩টি শহরে লকডাউন জারি করেছে চিন সরকার।

রবিবার থেকেই বিধিনিষেধের জালে কার্যত গৃহবন্দি বেজিংয়ের ১৭ কোটি মানুষ। সব মিলিয়ে দেশের ৩০ কোটি মানুষকে লকডাউনের আওতায় আনা হয়েছে। এইসঙ্গে জারি হয়েছে কঠোর বিধিনিষেধ। বন্ধ করে দেওয়া হয়েছে বহু কলকারখানা, শপিংমল। ওষুধ, খাবারের মতো জরুরি দ্রব্য কিনতেই কেবল ঘরের বাইরে বেরতে দেওয়া হচ্ছে নাগরিকদের।

কোভিডে ভয়াবহ পরিস্থিতি হয়েছে ঝিলানেও। মঙ্গলবার শুধু এই প্রদেশেই আক্রান্ত হয়েছেন ৩০০০ জন। হুড়মুড় করে সংক্রমণ বাড়ছে চাংচুন শহরেও। এখানকার ৯০ লক্ষ মানুষকে লকডাউনের আওতায় আনা হয়েছে। পরিস্থিতি ভয়ংকর শেনজেনেরও। গত তিনদিন ধরেই সেখানকার ২ কোটি মানুষ গৃহবন্দি রয়েছেন। শহরের শপিংমলগুলিকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে, তালা ঝুলছে অফিসে, কলকারখানাতেও। অন্যদিকে বেজিংয়ের মতোই সাংহাইয়ের নাগরিকদের কঠিন বিধিনিষেধের জালে বেঁধে ফেলা হয়েছে। সব মিলিয়ে ক্রমশ ঘোরালো হয়ে উঠছে চিনের মহামারী পরিস্থিতি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর