লন্ডনে স্টেশনের নাম লেখা হল বাংলায়, বাঙালিদের জন্য 'গর্বের মুহূর্ত', টুইট করে জানালেন মমতা - Bangla Hunt

লন্ডনে স্টেশনের নাম লেখা হল বাংলায়, বাঙালিদের জন্য ‘গর্বের মুহূর্ত’, টুইট করে জানালেন মমতা

By Bangla Hunt Desk - March 14, 2022

বাংলাহান্ট ডেক্সঃ বাঙালিদের জন্য গর্বের মুহূর্ত। লন্ডনের হোয়াইট চ্যাপেল টিউবরেল স্টেশনের নাম বাংলা হরফে লেখা হল। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল। বাঙালিদের গর্বের মুকুটে আরও একটি পালক যোগ করেছে এই উদ্যোগ। লন্ডনের বাঙালিদের জন্যই এটা সম্ভব হয়েছে। এবার সেই গর্বের মুহূর্ত নিয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরো পড়ুন- আসানসোলে বাবার হয়ে প্রচারে আসছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা, মলয় ঘটককে ফোন শত্রুঘ্নর

মুখ্যমন্ত্রী টুইটে লিখেছেন, “অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি লন্ডন টিউবরেল কর্তৃপক্ষ হোয়াইট চ্যাপেল স্টেশনের নাম লেখার জন্য বাংলা ভাষাকে বেছে নিয়েছে। হাজার বছর পুরনো বাংলা ভাষার বিশ্বব্যাপী যে গুরুত্ব বাড়ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের জয়।”

ভারতে তখন ব্রিটিশ শাসন। কিন্তু সেই সময়ই লন্ডনের হোয়াইটচ্যাপেল অঞ্চলে বসবাস করতে শুরু করেন বাঙালীরা। এখন সেই সংখ্যা বেড়ে হয়েছে জনসংখ্যার ৪০ শতাংশ। ইংল্যান্ডের অধিকাংশ বাঙালীই থাকেন ওই অঞ্চলে। অনেক দোকানের সাইনবোডেই রয়েছে বাংলায়। সেখানে দীর্ঘদিন ধরেই হোয়াইটচ্যাপেল স্টেশনের নাম বাংলায় লেখার দাবি ওঠে। সেই দাবি মেনেই প্রশাসন বাংলা ভাষায় স্টেশনের নাম লেখা হয়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর