পাঞ্জাবে জয়ের পর মালদা জুড়ে APP -এর পোস্টার, সদস্য হওয়ার আবেদন - Bangla Hunt

পাঞ্জাবে জয়ের পর মালদা জুড়ে APP -এর পোস্টার, সদস্য হওয়ার আবেদন

By Bangla Hunt Desk - March 13, 2022

মালদাঃ- পাঞ্জাবে জয়ের পর মালদা জুড়ে APP -এর পোস্টার, সদস্য হওয়ার আবেদন। শনিবার ইংরেজ বাজারের রথবাড়ি এলাকায় আপের একাধিক পোস্টার পরে। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের ছবি ও স্থানীয় নেতৃত্তের মোবাইল নাম্বার দিয়ে আম আদমির সদস্য হওয়ার জন্য আবেদন জানানো হচ্ছে।

আরো পড়ুন- নন্দীগ্রামে কায়দা করে জিতেছে শুভেন্দু! তৃণমূলে এসেই বিস্ফোরক জয়প্রকাশ

অরবিন্দ কেজরিওয়ালের পার্টি এবার বাংলার ভোট ময়দানেও পা রাখতে চলেছে। আসন্ন পঞ্চায়েত ভোটেই তারা অংশ নিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। পাঞ্জাব-জয়কে সামনে রেখে বাংলা-সহ একাধিক রাজ্যে তারা সংগঠন বিস্তারে নেমে পড়েছে। শুরু হয়ে গিয়েছে সদস্য সংগ্রহ অভিযান।

আম আদমি পার্টির জেলা সভাপতি অনিমেশ সাহা বলেন ‘কেজরিওয়াল দেখিয়ে দিয়েছেন উন্নয়ন কাকে বলে। আমাদের সদস্য সংগ্রহ শুরু হয়েছে। সামনে পঞ্চায়েত ভোটে সর্বত্র প্রার্থী দেব আমরা।’

বাংলায় আপের দায়িত্বে রয়েছেন সঞ্জয় বসু। তিনি বলেন, রাজ্যের ১৫টি জেলায় তারা সদস্য সংগ্রহ করছেন। ২০২৩ সালে তাঁরা পঞ্চায়েত নির্বাচনে লড়াই করার টার্গেট নিয়েই এগোচ্ছেন। তিনি বলেন, আমরা গ্রাম থেকে লড়াই শুরু করতে চাই। তাই মিসড কল দিয়ে সদস্য সংগ্রহ করা হচ্ছে। উল্লেখ্য, বিজেপিও মিসড কল দিয়ে সদস্য সংগ্রহ করে এগিয়েছিল বাংলায়।

দেখুন ভিডিও-

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর