ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টার বিমান পাঠাচ্ছে ভারত - Bangla Hunt

ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টার বিমান পাঠাচ্ছে ভারত

By Bangla Hunt Desk - March 01, 2022

বাংলাহান্ট ডেক্সঃ ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টার বিমান পাঠানোর পরিকল্পনা করছে নরেন্দ্র মোদী সরকার। উদ্ধার প্রক্রিয়ার গতি আনতে সেখানে পাঠানো হচ্ছে ভারতীয় বায়ুসেনার বৃহত্তম সামরিক পরিবহণ বিমান সি-১৭ গ্লোবমাস্টার। প্রধানমন্ত্রী মোদী বায়ুসেনাকে মঙ্গলবার থেকেই ‘অপারেশন গঙ্গা’ (ইউক্রেনে আটক ভারতীয়দের উদ্ধার কর্মসূচি)-য় অংশ নিতে বলেছেন।

আরো পড়ুন- Russia Ukraine War : ইউক্রেনে রুশ বোমাবর্ষণে ভারতীয় পড়ুয়ার মুত্যু, বাড়ছে আশঙ্কা

যুদ্ধের ষষ্ঠ দিনে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রুশ সেনার বোমাবর্ষণে এক ভারতীয়ের মৃত্যুর খবর মিলেছে। খারকিভে আটক অন্য এক ভারতীয় পড়ুয়া বলেন, “সোমবার সকালে আমাদের দ্রুত শহর ছাড়তে বলা হয় ভারতীয় দূতাবাসের তরফে। ” বিদেশ মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে, রুশ বোমা এবং ক্ষেপণাস্ত্র হানা এড়াতে খারকিভে আটক ভারতীয়দের ট্রেনে করে ইউক্রেনের পড়শি দেশগুলিতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ, গাড়িতে গেলে রুশ বাহিনীর নিশানা হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু খারকিভ স্টেশনে আটক বহু ভারতীয় এখনও ট্রেনে উঠতে পারেননি বলে খবর।

গত ২৪ ঘণ্টায় নতুন করে সংঘর্ষ ছড়িয়েছে ইউক্রেনের নানা এলাকায়। নতুন করে লক্ষাধিক রুশ সেনার অনুপ্রবেশেও খবর মিলেছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার সকালে রাজধানী কিভ থেকেও পশ্চিম ইউরোপে ভারতীয়দের চলে যাওয়ার নির্দেশিকা জারি করেছে বিদেশ মন্ত্রক।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর