দিল্লী হিংসা নিয়ে ভারতকে তোপ ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লা আলি খামেইনির - Bangla Hunt

দিল্লী হিংসা নিয়ে ভারতকে তোপ ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লা আলি খামেইনির

By Bangla Hunt Desk - March 06, 2020

ইরান ও ভারতের কূটনৈতিক সম্পর্ক দীর্ঘদিন থেকেই ভালো , মোদি সরকার আসার পর তা আরো দৃঢ় হয়। পাকিস্থানের সাথে কূটনৈতিক সম্পর্ক খারাপ হওয়ার পর ইরানের বন্দর ব্যবহার করে আফগানিস্থানে পন্য রপ্তানি ও আমদানি করতো ভারত। কিন্তু এখন মনে হচ্ছে সেই সম্পর্কে চিড় ধরতে পারে। গতদুদিন আগেই ইরানের বিদেশমন্ত্রী জাভেদ জারিফ টুইট করে দিল্লির অশান্তি নিয়ে ভারতের বিরুদ্ধে সরব হয়।

তারপর ভারতের বিদেশ মন্ত্রক ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলি চেগিনিকে ডেকে পাঠিয়ে ভর্ৎসনা করে। ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ইরানকে নাক না গলানোর পরামর্শ দেয় ভারতের বিদেশ মন্ত্রক।

আর তারপরই ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লা আলি খামেইনি রীতিমতো চারটি ভাষায় আরবি, উর্দু , ফারসি ও ইংরেজী তে তিনি টুইট লেখেন,” মুসলিম সম্প্রদায়ের মানুষকে নির্বিচারে খুন করা হয়েছে ভারতে । সারা বিশ্বের মুসলিমরা এই ঘটনার ফলে খুব দুঃখ পেয়েছেন।” তিনি ভারতকে রীতিমতো হুমকি দিয়ে বলে, এই ঘটনার ফলে ভারতের বিপক্ষে চলে যাচ্ছে গোটা ইসলামিক বিশ্ব ।

তিনি আরো বলেন,ইসলামিক বিশ্ব থেকে আলাদা হওয়া রক্ষা করতে ভারত সরকারকে উগ্র হিন্দুত্ববাদী দলগুলিকে দমন করা প্রয়োজন। এখন এই ধরনের চিন্তাভাবনাকে রোধ না করতে পারলে বড়ো সমস্যা হতে পারে। ভারতের মধ্যে নির্বিচারে যাতে মুসলিমদের খুন না হতে হয় তার জন্য পদক্ষেপ নিতে হবে।

ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লা আলি খামেইনি এই টুইটের পর ভারত ও ইরানের দুই দেশের বাণিজ্যিক ও কূটনতিক সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই দেখার।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর