কেউ অশান্তি করতে এলে গরুর মতো পেটান, কর্মীদের পরামর্শ অনুব্রত মণ্ডলের! - Bangla Hunt

কেউ অশান্তি করতে এলে গরুর মতো পেটান, কর্মীদের পরামর্শ অনুব্রত মণ্ডলের!

By Bangla Hunt Desk - March 06, 2020

গত বৃহস্পতিবার আউশগ্রামে হাটতলা একটি সভা করেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল । সভাতে অনুব্রত মণ্ডল জানান , “বিজেপির কথা শুনে কেউ ঝামেলা করবেন না। যদি কেউ ঝামেলা করতে আসে, তাহলে তাদের গরু পেটানোর মতো পেটান।” এদিনের সভা থেকে CAA ও NRC নিয়ে কেন্দ্র সরকারকে তোপ দাগেন অনুব্রত মণ্ডল। তিনি সাফ জানিয়ে দেন CAA ও NRC মানছেন না মানবেন না, পশ্চিমবঙ্গে করতেও দেবেন না।

দিল্লির হিংসা নিয়ে সরব হয় অনুব্রত মণ্ডল। তিনি মোদিকে উদ্দেশ্য করে বলেন,দিল্লিতে হিংসায় এত মানুষের প্রাণ গেল কিন্তু দেশের প্রধানমন্ত্রী কোনও দুঃখপ্রকাশ করলেন না। তিনি বলতে পারলেন না, দিল্লির হিংসার ঘটনার জন্য হোলি খেলব না ।

জেলায় বিভিন্ন জায়গায় অশান্তি নিয়ে মুখ খুললেন অনুব্রত মণ্ডল। বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন,কিছুদিন আগে এখানে বিজেপির সঙ্গে ঝামেলা হয়েছিল। বিজেপির কথা শুনে কেউ ঝামেলা করবেন না। যদি কেউ ঝামেলা করতে আসে তাদের গোরুপেটানো করে পেটান। যদিও তিনি পরে কর্মীদের পরামর্শ দেয়,কেউ যেনো নিজের হাতে আইন তুলে না নেয়। ঝামেলা হলে পুলিশ ও বিডিও কে জানতে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর