Overloading Of Truck: ওভারলোডিং করলে আর ছাড় নেই! কড়া ব্যবস্থা অফিসারের বিরুদ্ধেও - Bangla Hunt

Overloading of truck: ওভারলোডিং করলে আর ছাড় নেই! কড়া ব্যবস্থা অফিসারের বিরুদ্ধেও

By Bangla Hunt Desk - January 18, 2022

বাংলাহান্ট ডেক্সঃ ওভারলোড গাড়ির (Overloading) অতিরিক্ত ওজন নিতে না পেরে প্রায়শই রাজ্যের সড়কপথ ক্ষতিগ্রস্ত হচ্ছে। নতুন ভাবে বানানো রাস্তা নষ্ট হচ্ছে দিন কয়েকের মধ্যেই। মেরামতি আর পুনর্নির্মাণে বাড়ছে সরকারি খরচও। তাই এবার ওভারলোডিং বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার ছিল পরিবহণ দফতরের বৈঠক। বৈঠক শেষে রাজ্যে ওভারলোডিং বন্ধে কড়া পদক্ষেপ করার হুঁশিয়ারি দিলেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। পাশাপাশি জানিয়ে দেন প্রয়োজনে ওভারলোডিংয়ে জড়িত প্রশাসনিক কর্তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নিতে দ্বিতীয়বার ভাববে না সরকার।

আরো পড়ুন- মুখে মাক্স নেই কেন? এবার পুলিশকর্মীকে মারতে মারতে গাড়িতে তুলল দেগঙ্গা থানার পুলিশ

গোটা রাজ্যেই ওভারলোডিং অন্যতম সমস্যা। ওভারলোডিং করে চলে না এমন পণ্যবাহী গাড়ি খুঁজে পাওয়া ভার। ছোট – বড় সমস্ত গাড়ির বিরুদ্ধে একই অভিযোগ। কিন্তু কেন রোখা যাচ্ছে না ওভারলোডিং?

ওভারলোডিং

ফিরহাদ জাানিয়েছেন, বিভিন্ন জায়গায় ওভারলোডিং হচ্ছে, যদি দেখা যায়, প্রশাসনের সঙ্গে যুক্ত কেউ এ ক্ষেত্রে মদত দিচ্ছেন তবে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা  নেবে সরকার।’’ এর পাশাপাশি কোন কোন খাদান থেকে অতিরিক্ত পণ্য গাড়িতে বোঝাই করা হচ্ছে তারও খোঁজ নেওয়ার নির্দেশ দিয়েছেন ফিরহাদ।

পাশাপাশি তিনি আরে বলেন, ‘‘এই কাজ যাঁরা করছেন এবং প্রশাসনের তরফে যাঁরা তাঁদের সহায়তা করছে তাঁদের জরুরি ভিত্ততে প্রশাসনের নজরে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’’ এ ব্যাপারে সরকার কতটা গুরুত্ব দিচ্ছে তা বোঝাতে ফিরহাদ বলেন, ‘‘পশ্চিমবঙ্গ সরকার ওভারলোডিং হতে দেবে না, দেবে না, দেবে না। ”

ওভারলোডিংয়ের জন্য রাস্তা নষ্ট হচ্ছে। বার বার রাস্তা তৈরির বরাত দিতে গিয়ে ব্যয় হচ্ছে অর্থ। তাই মুখ্যমন্ত্রীও এ বিষয়ে জোর দিয়েছেন। উল্লেখ্য, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়ার মতো জেলায় ওভারলোডিংয়ের সমস্যা সবচেয়ে বেশি। কলকাতায় তুলনায় এই ধরনের ঘটনা কম ঘটে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর