লক্ষ্মীপুরে একটি টিভির দোকান থেকে বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার করলো পুলিশ - Bangla Hunt

লক্ষ্মীপুরে একটি টিভির দোকান থেকে বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার করলো পুলিশ

By Bangla Hunt Desk - January 16, 2022

মালদাঃ বৈষ্ণবনগর থানা এলাকার লক্ষ্মীপুরে শনিবার গভীর রাতে একটি টিভির দোকান থেকে বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার করলো পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সুত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে বৈষ্ণবনগর থানার পুলিশের একটি দল লক্ষীপুর বাজারে একটি টিভির দোকানে অভিযান চালায় । সেই দোকানে তল্লাশি চালানোর সময় একটি সবুজ রঙের কন্টেনারের মধ্যে প্লাস্টিকের থলের ভিতর থেকেই ২৫ রাউন্ড নাইন এমএম পিস্তলের কার্তুজ উদ্ধার করে পুলিশ। ওই টিভির দোকান থেকে জনৈক দীপক মন্ডল নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ ।

জানা গিয়েছে, জনৈক ওই ব্যক্তিই ওই টিভির দোকানের মালিক । তার বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্র মোহন টোলায় ।
পুলিশ আটক ওই ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর