দিল্লিতে সাম্প্রদায়িক গণহত্যার বিরুদ্ধে কাঁচরাপাড়ায় তৃণমূলের ধিক্কার মিছিল - Bangla Hunt

দিল্লিতে সাম্প্রদায়িক গণহত্যার বিরুদ্ধে কাঁচরাপাড়ায় তৃণমূলের ধিক্কার মিছিল

By Bangla Hunt Desk - March 04, 2020

বাংলাকে দিল্লি হতে দেবো না, এই বাংলা সম্পৃতির বাংলা ঐক্যের’ বাংলা। মমতা ব্যানার্জি এই কথা কে সামনে রেখেই, দিল্লিতে সাম্প্রদায়িক গণহত্যার বিরুদ্ধে আজ কাঁচরাপাড়ায় এক সুবিশাল ধিক্কার মিছিল করল কাঁচরাপাড়া শহর তৃণমূল কংগ্রেস।

মূলত আজকের এই ধিক্কার মিছিলটিকে নেতৃত্ব দেন কাঁচরাপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক তালুকদার। এই মিছিল শুরু হয় কাঁচরাপাড়া থানার মোড় থেকে এবং শেষ হয় কাঁচরাপাড়া লিচুবাগান অঞ্চলে। সুবিশাল এই মিছিলটিতে অসংখ্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা যোগদান করেন। এই মিছিলটিতে মহিলাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো,প্রচুর সংখ্যক মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই মিছিলে যোগদান করেন। ছাত্র-যুব থেকে শুরু করে প্রচুর সাধারণ মানুষও ‘দিল্লি গনহত্যার প্রতিবাদে’ এই মিছিলে সামিল হন।
এই মিছিলে উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া সমস্ত তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে সমস্ত কাউন্সিলার বৃন্দ। এবং মহিলা নেতৃত্ব এর মধ্যে উপস্থিত ছিলেন সোনালী সিংহ রায়, কেয়া ঘোষাল, শম্পা শীল প্রমুখ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর