ফের অভিনব অস্ত্রোপচার SSKM হাসপাতালে! - Bangla Hunt

ফের অভিনব অস্ত্রোপচার SSKM হাসপাতালে!

By Bangla Hunt Desk - March 04, 2020

দক্ষিণ ২৪ পরগনা লক্ষীকান্তপুরের বাসিন্দা বছর ৪৬ এর যুবক সুভাষ হালদারের প্রায় ৫ বছর আগে জটিল রোগ ধরা পড়ে।তার লিভারে সিস্ট ধরা পড়ে। তখন তাকে ডাক্তাররা লিভার প্রতিস্থাপনের পরামর্শ দেয় । সফল অস্ত্রপচারের মাধ্যমে ডাক্তাররা তখন সুভাষের স্ত্রীর লিভারের একাংশ প্রতিস্থাপন করা হয় সুভাষের লিভারে।

অস্ত্রোপচার পরবর্তী কিছু বছর ভালো থাকলেও পুনরায় তার লিভারের সমস্যা দেখা দেয়। পরিবারের লোকজন ফের তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসে। ডাক্তাররা পরীক্ষা করে দেখে, সুভাষের লিভার ক্রমশ সরু হয়ে আসছে।

SSKM এর ডাক্তাররা ERCP ও PTBD পদ্ধতির মাধ্যমে পৃথকভাবে ৪ বার এই সমস্যা মেটানোর চেষ্টা করে। কিন্তু কিছুতেই এই সমস্যার সমাধান হচ্ছিলনা।

ERCP ও PTBD কে মিশিয়ে “রদেভু” পদ্ধতিতে খুব কম কাটাছেঁড়া করে এই অস্ত্রোপচারটি করা হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, বাইরে থেকে ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট ও ভেতর থেকে গ্যাস্ট্রো অ্যান্ট্রোলজিস্টরা মিলে দুই দিক দিয়ে দুটি তার নিয়ে গিয়ে যেখানটাতে ব্লকটি হয়েছে সে ব্লকের মধ্যে একটি বেলুন ফুলিয়ে, ব্লকটিকে খুলে দিয়ে তার মধ্যে একটি আর্টিফিশিয়াল পাইপ দিয়ে দেওয়া হয়। যার ফলে ব্লক টি সম্পূর্ণভাবে খুলে গিয়েছে।

SSKM এ অভিনব কায়দায় অস্ত্রোপচারে এই প্রথম।সুভাষকে আপাতত কিছুদিন পর্যবেক্ষণে রাখা হবে এবং সে পুরোপুরি সুস্থ হওয়ার পর ছুটি দেওয়া হবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর