UP Assembly Election 2022: উত্তরপ্রদেশে ভোটে লড়বে শিবসেনা, সঞ্জয় রাউত - Bangla Hunt

UP Assembly Election 2022: উত্তরপ্রদেশে ভোটে লড়বে শিবসেনা, সঞ্জয় রাউত

By Bangla Hunt Desk - January 12, 2022

উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে (UP Assembly Election 2022) লড়াই করবে শিবসেনা (Shiv Sena)। তাও আবার বিজেপির (BJP)বিরুদ্ধে। তেমনই জানিয়েছেন দলের মুখপাত্র তথা নেতা সঞ্জয় রাউত। তিনি বলেছেন উত্তর প্রদেশ নির্বাচনে শিবসেনা ৫০-১০০টি আসনে লড়াই করবে। বৃহস্পতিবার তিনি উত্তর প্রদেশ সফরে যাবেন বলেও জানিয়েছেন। 

শিবসেনা অন্য কোনও রাজনৈতিক দলের সঙ্গে জোট করে লড়াই করবে কিনা তা জানতে চাইলে সঞ্জয় রাউত বলেন, তা নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কোনও সিদ্ধান্ত হয়নি। দলটি কোন কোন আসনে লড়াই করতে চায় সে সম্পর্কে স্পষ্ট করে কিছু জানাননি শিবসেনা নেতা। মঙ্গলবা রাউত উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার পর স্বামী প্রসাদ মৌর্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি আরও বলেছিলেন মৌর্য রাজনৈতিতে কোনও দিকে হাওয়া বইছে সেসম্পর্কে সঠিক ধারনা করেছিলেন। সেই কারণেই তিনি সমাজবাদী পার্টিতে যোগদান করেছেন। নির্বাচনের পর বিজেপি উত্তর প্রদেশের ক্ষমতায় আর ফিরতে পারবে না বলেও তিনি মনে করেন। 

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর