ভোটের মুখে Goa বিজেপিতে বড় ভাঙ্গন, দল ছাড়লেন বিধায়ক, মন্ত্রী - Bangla Hunt

ভোটের মুখে Goa বিজেপিতে বড় ভাঙ্গন, দল ছাড়লেন বিধায়ক, মন্ত্রী

By Bangla Hunt Desk - January 10, 2022

বিজেপি এখন আর সাধারণ মানুষের কথা ভাবে না। এখনকার গুরুত্বপূর্ণ বিজেপি নেতারা সুবিধাবাদী। এমন বিস্ফোরক অভিযোগ করে মন্ত্রিত্বের পাশাপাশি বিধায়ক পদ ছাড়লেন গোয়ার (Goa) প্রভাবশালী বিজেপি বিধায়ক মাইকেল লোবো।

এদিকে মাইকেল লোবোর পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই দ্বিতীয় বিধায়ক হারালো গোয়া বিজেপি। মাইকেল লোবোর পথ অনুসরণ করে প্রায় একই অভিযোগ তুলে এদিন পদত্যাগ করলেন প্রবীণ জান্তে। যিনি মায়েম কেন্দ্রের বিধায়ক ছিলেন। তিনি বিধায়ক পদ এবং বিজেপি থেকে এদিন ইস্তফা দিয়েছেন।

লোবো বলেন, দলের কর্মকাণ্ডে তিনি ক্ষুব্ধ। তবে তিনি তার সিদ্ধান্তের জন্য কেন্দ্র বা রাজ্যের নেতাদের দোষ দেননি। তিনি বলেন যে, আমার সাথে যে ব্যবহার করা হচ্ছে তাতে আমি বিরক্ত হয়ে উঠেছি। দলের নিচু পর্যায়ের কর্মীরা উপেক্ষিত। নিজের চোখে দেখেছি, কানে শুনেছি। দল এত বড় হয়েছে যে নিচু পর্যায়ের কর্মীদের অবদানের কদর করে না। অনেকেই আমার কাছে অভিযোগ করতে এসেছেন। দলে উত্থান-পতন থাকলেও কর্মীদের উপেক্ষা করা যায় না।

তিনি আরও বলেন, “অন্যান্য নির্বাচনী এলাকার দলীয় কর্মীরা আমাকে বলেছে দল এখন এত বড় হয়ে গেছে যে নীচুতলার কর্মীদের দিকে আর তাকায় না। নতুন নেতা নিয়ে আসে এবং তাদের আমাদের উপরে চাপিয়ে দেয়… আমরা তৃণমূল স্তরের কর্মী। আমরা অবহেলিত, আমাদের কোণঠাসা করে দেওয়া হচ্চে।”

একই দিনে পরপর দুই পদত্যাগের প্রতিক্রিয়া জানিয়ে, বিজেপি একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, যারা নির্বাচনের আগে দল ছেড়েছে তারা “নিহিত স্বার্থ” মাথায় রেখে এটি করেছে। বিজেপি ওই বিবৃতিতে আরও জানিয়েছে, তাদের সহানুভূতি অর্জনের জন্য প্রয়াত মনোহর পর্রিকরের নাম ব্যবহার করা উচিত নয়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর