শিশুদের মধ্যেও ছড়াচ্ছে ওমিক্রণ, জেনে নিন ৫টি লক্ষণ - Bangla Hunt

শিশুদের মধ্যেও ছড়াচ্ছে ওমিক্রণ, জেনে নিন ৫টি লক্ষণ

By Bangla Hunt Desk - January 06, 2022

গোটা দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৯০ হাজার ৯২৮ জন। রাজ্যেও একদিনে করোনা আক্রন্তের সংখ্যা ছাড়িয়েছে ১৪ হাজার। গতকালই রাজ্যের বিশিষ্ট চিকিত্সকেরা জানিয়েছেন আমরা করোনার তৃতীয় ঢেউয়ের মধ্যে রয়েছি। এর সঙ্গে যোগ হয়েছে ওমিক্রনের আতঙ্ক। রাজ্যে কয়েকজনের দেহে ওমিক্রন পাওয়া গেলেও তা ব্যাপক হারে দেখা যায়নি। এরকম অবস্থায় শিশুরাও এই আতঙ্কের বাইরে নয়। কারণ তাদের ভ্যাকসিন দেওয়া হয়নি। আর সেটাই চিন্তায় ফেলেছে বাবা-মায়েদের থেকে শুরু করে চিকিৎসকদের। তবে এখনও পর্যন্ত শিশুদের মধ্যে কোভিডের উপসর্গ মৃদু। সেটাই আশার কথা।

আরো পড়ুন- গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বিশেষজ্ঞ কমেটি দিয়ে খতিয়ে দেখতে চায় কলকাতা হাইকোর্ট

সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশের নামজাদা চিকিৎসক, ফুসফুস বিশেষজ্ঞ বিকাশ মৌর্য্য জানিয়েছেন, ‘অনেকেই নানা শ্বাসকষ্টের পাশাপাশি গলাব্যথা, জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। তার মধ্যে যেমন বড়রা আছেন, তেমনই আছে শিশুরাও।তবে শিশুদের মধ্যে উপসর্গের মাত্রা কম।’

আর এক নামজাদা ফুসফুস বিশেষজ্ঞ, চিকিৎসক হরিশ চাফেল বলেছেন, ‘শিশুদের টিকাকরণ হয়নি। ফলে তাদের মধ্যে কোভিডের সংক্রমণ ছড়ানোর ঝুঁকি তো রয়েছেই। বিশেষ করে যেহেতু ওমিক্রনের সংক্রমণের হার খুব বেশি। যে সব বড়রা ভিড় থেকে ঘুরে আসছেন, তাঁদের মধ্যে ওমিক্রন দ্রুত ঢুকছে, সংক্রমণ ঘটাচ্ছে। আর তাঁদের থেকে ছড়িয়ে পড়ছে ছোটদের মধ্যে।’ তবে তিনিও বলছেন, এখনও পর্যন্ত পাওয়া তথ্য বলছে, ছোটদের মধ্যে এই রোগের উপসর্গ এখনও মৃদুই। ফলে ছোটদের নিয়ে এখনই উতলা হওয়ার কিছু নেই।

শিশুরা ওমিক্রনে আক্রান্ত হয়েছে কি না, তা বোঝার জন্য চিকিৎসকরা কয়েকটি উপসর্গের কথা বলেছেন। সেগুলি হল

১. জ্বর
২. সর্দি
৩. গলাব্যথা
৪. গায়ে হাত পা ব্যথ
৫. শুকনো কাশি

ছোটদের মধ্যে এই লক্ষণগুলি দেখলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের সঙ্গে কথা বলতে হবে। এমনিে ছোটদের করোনা নিয়ে বিশেষ ভয় না থাকলেও, যে সমস্ত শিশুদের জটিল অসুখ রয়েছে, তাদের আলাদা করে খেয়াল রাখতে হবে। তেমনই বলছেন বিশেষজ্ঞরা

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর