'যখন ধর্ষণ অনিবার্য, তখন শুয়ে পড়ুন এবং উপভোগ করুন,' কংগ্রেস নেতার মন্তব্যে বিতর্কের ঝড় - Bangla Hunt

‘যখন ধর্ষণ অনিবার্য, তখন শুয়ে পড়ুন এবং উপভোগ করুন,’ কংগ্রেস নেতার মন্তব্যে বিতর্কের ঝড়

By Bangla Hunt Desk - December 17, 2021

” যখন ধর্ষণ অনিবার্য, তখন শুয়ে পড়ুন তা উপভোগ করুন, ” কংগ্রেস নেতার এরকম মন্তব্যে নতুন করে বিতর্কের জন্ম নিয়েছে । নারী স্বাধীনতার প্রশ্নে কংগ্রেস বিধায়কের এমন উদাসীন বক্তব্যে সমালোচনার ঝড় উঠেছে।

বিধানসভায় কৃষক আন্দোলন নিয়ে কথা বলতে উঠেছিলেন বিধানসভার প্রাক্তন স্পিকার তথা প্রবীণ কংগ্রেস নেতা কে আর রমেশ কুমার। সেখানেই তিনি কৃষকদের সমস্যা নিয়ে আলোচনায় অনিচ্ছাকৃত সম্মতির সঙ্গে ধর্ষণকে সমান করে তোলেন। তাঁর বক্তব্য, “যখন ধর্ষণ অনিবার্য, তখন শুয়ে পড় এবং উপভোগ করো। সেই পরিস্থিতিতে এটাই একমাত্র করণীয়।” বিধানসভায় কৃষকদের সমস্যা নিয়ে আলোচনা করার জন্য অধ্যক্ষের কাছে সময় চেয়েছিলেন বিধায়কেরা। কর্ণাটকে স্পিকার বিশ্বেশরা হেগড়ে কাগেরি দাবি বিধায়কদের বলেন, সবাইকে সময় দিতে গেলে কী ভাবে বিধানসভা চলবে। তিনি মজা করে বলেন, ”আপনারা যা সিদ্ধান্ত নেবেন, তাতেই আমি হ্যাঁ বলব। আমার কাছে এখন পরিস্থিতি উপভোগ করা ছাড়া আর কোনও উপায় নেই। আমি সিস্টেমটা নিয়ন্ত্রণ করতে পারছি না। হাউসের পরিস্থিতি নিয়ে উদ্বেগে রয়েছি।”

তবে এই প্রথম নারী বিদ্বেষী মন্তব্য করেননি কংগ্রেস নেতা। আগেও দুর্নীতিতে নাম জড়ানোয় নিজেকে ধর্ষিতার সঙ্গে তুলনা করে বিতর্ক উস্কে দিয়েছিলেন রমেশ কুমার। এরপরেই আপত্তিকর তুলনা করেন কর্ণাটকের বিধায়ক এবং কংগ্রেস বিধায়কের এমন মন্তব্যে হাসির রোল ওঠে বিধানসভায়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর