কালিয়াচকে এক ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় - Bangla Hunt

কালিয়াচকে এক ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়

By Bangla Hunt Desk - December 15, 2021

মালদা, ১৫ ডিসেম্বর : এক ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কালিয়াচক থানার গয়েশবাড়ি এলাকায়। বুধবার সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি আমবাগানে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ । যদিও মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। তবে পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো বিবাদ এবং টাকাপয়সা লেনদেনকে ঘিরে দুষ্কৃতীদের হাতে খুন হয়ে থাকতে পারে ওই ব্যক্তি। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ।

আরো পড়ুন- মালদায় প্রথম ওমিক্রন আতঙ্ক ! দুবাই ফেরত ৭ বছরের শিশুকে ভর্তি করা হল মালদা মেডিক্যালে

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  মৃতের নাম আহাদ আলী (৩৫)।  তার বাড়ি গয়েশবাড়ি এলাকায়। পেশায় শ্রমিক ওই ব্যক্তি মঙ্গলবার রাতে বাড়ি ফেরে নি বলেও জানিয়েছেন মৃতের পরিবার। এদিন সকালে গয়েশবাড়ি এলাকার একটি আমবাগানে তার রক্তাক্ত ক্ষত-বিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর