বাড়ছে Omicron, মুম্বইয়ে জারি ২ দিনের লকডাউন - Bangla Hunt

বাড়ছে Omicron, মুম্বইয়ে জারি ২ দিনের লকডাউন

By Bangla Hunt Desk - December 11, 2021

মহারাষ্ট্রে নতুন করে বাড়ছে আতঙ্ক। ইতিমধ্যেই একাধিক ব্যক্তির শরীরে ছড়িয়ে পড়েছে Omicron Variant। এবার মুম্বইয়ে জারি করা হল ২ দিনের লকডাউন।

ফের ফিরছে করোনার ভয়াবহ দিন? নতুন করে মুম্বইতে লকডাউন (Mumbai Lockdown) জারি হওয়ায় এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। জানা গিয়েছে, Omicron সংক্রমণ রুখতে মুম্বইতে দু’দিনের জন্য জারি করা হয়েছে লকডাউন। শনি ও রবিবার মুম্বইয়ে জারি থাকবে ১৪৪ ধারা। এই দু’দিন কোনও জমায়েত করা যাবে না। রয়েছে একাধিক কড়া বিধিনিষেধ।

গত ২৪ ঘণ্টায় মুম্বইতে নতুন করে করোনার এই নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন তিনজন। পরিসংখ্যান বলছে মহারাষ্ট্রে মোট Omicron আক্রান্তের সংখ্যা ১৭। তাদের মধ্যে রয়েছে সাড়ে তিন বছরের এক শিশুও। এরপরই মুম্বইয়ের ডেপুটি কমিশনার অফ পুলিশের তরফে জারি করা হয়েছে বিধিনিষেধ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মুম্বই কমিশনারেট এলাকার বাসিন্দাদের এই দু’দিনে বাড়ির বাইরে বেরোনো এবং যানবাহন চলাচলের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শনি এবং রবিবার এই গাইডলাইন মানতে হবে নাগরিকদের। সংক্রমণে রাশ টানতে অমরাবতী, মালেগাও এবং নান্দেদে যে ধরণের বিশৃঙ্খলা তৈরি হয়েছে সেখানেও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মুম্বই প্রশাসন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর