বিধায়কের নাম ভাঙিয়ে অত্যাচার, আত্মহত্যার হুমকি দিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বৃদ্ধার - Bangla Hunt

বিধায়কের নাম ভাঙিয়ে অত্যাচার, আত্মহত্যার হুমকি দিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বৃদ্ধার

By Bangla Hunt Desk - December 09, 2021

নাতিদের ‘অত্যাচারে’ জীবন  অতিষ্ঠ। এমনকী, বার্ধক্যভাতা টাকাও কেড়ে নিয়েছেন তাঁরা দুই নাতি! খোদ মুখ্যমন্ত্রীর দফতরে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে নালিশ জানিয়ে আত্মহত্যার হুমকি দিলেন বৃদ্ধা! ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারের খেড়ুর গ্রামে। অপ্রচারের অভিযোগ তুলে পাল্টা তদন্তের দাবি করেছেন অভিযুক্ত বিধায়কও। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে পূর্ব বর্ধমানের ভাতারে।

পারিবারিক বিবাদে বিধায়কের নাম জড়াল কী করে?

জানা গিয়েছে, ওই বৃদ্বার নাম অলকা সামন্ত। বয়স ৮৮ বছর, স্বামী প্রয়াত। বৃদ্ধার দুই ছেলে, তিন মেয়ে। মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে। বড় ছেলের কাছে থাকেন অলকা। নবান্নে মুখ্যমন্ত্রীর দফতরে চিঠি পাঠিয়ে তিনি। অভিযোগ করেছেন, ‘ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারীর নাম ভাঙিয়ে তার উপর অত্যাচার চালাচ্ছে দুই নাতি ও বড় পুত্রবধূ। বার্ধক্যভাতার টাকা, বাড়ির দলিলও কেড়ে নিয়েছে’। শুধু তাই নয়, আত্মহত্যার করার হুমকিও দিয়েছেন বৃদ্ধা! 

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর