উত্তপ্ত নাগাল্যান্ড, অশান্তি এড়াতে বন্ধ ইন্টারনেট পরিষেবা - Bangla Hunt

উত্তপ্ত নাগাল্যান্ড, অশান্তি এড়াতে বন্ধ ইন্টারনেট পরিষেবা

By Bangla Hunt Desk - December 05, 2021

নিরাপত্তাবাহিনীর গুলিতে সাধারণ মানুষের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত নাগাল্যান্ড। যে কোনও ধরনের অশান্তি এড়াতে মন জেলায় ইন্টারনেট এবং এসএমএস পরিষেবা বন্ধের নির্দেশে দিল স্থানীয় প্রশাসন। নির্দেশিকায় বলা হয়েছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যাতে ভুয়ো খবর বা ছবি ছড়াতে না পারে সে কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানানো হয়েছে।
নিরাপত্তাবাহিনীর গুলিতে সাধারণ নাগরিকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত নাগাল্যান্ডের মন জেলার ওটিং এলাকা। সন্ত্রাসবাদী ভেবে সেখানে সাধারণ নাগরিকদের গুলি করে মারার অভিযোগ উঠেছে নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে। নিরাপত্তাবাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন ১২ জন সাধারণ নাগরিক। ঘটনায় এক জওয়ানেরও মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নিফিউ রিও। টুইটে তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে ঘটনার তদন্ত করা হবে বলে আশ্বাসও দিয়েছেন তিনি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর