'তুই তো ডাইনি'! 'ডাইনি' অপবাদে মারধর বৃদ্ধাকে - Bangla Hunt

‘তুই তো ডাইনি’! ‘ডাইনি’ অপবাদে মারধর বৃদ্ধাকে

By Bangla Hunt Desk - December 05, 2021

প্রতীকী ছবি

মধ্যযুগীয় অত্যাচারের ঘটনা সামনে এল আরও একবার। ডাইনি সন্দেহে এক বৃদ্ধাকে মারধর করার অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুর জেলার সদর ব্লকের সাতগেড়িয়া এলাকায়। গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

আক্রান্তের পরিবারের দাবি, এলাকার কয়েকজন বিভিন্ন রোগে ভুগছিলেন। অভিযোগ, বছর পঞ্চাশের মহিলাকে তাঁদের অসুস্থতার জন্য দায়ী করে ডাইনি অপবাদ দেওয়া হয়। বলা হয় ‘তুই তো ডাইনি’। এরপরই বাড়িতে চড়াও হয়ে বৃদ্ধাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম বৃদ্ধাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওইদিন সন্ধ্যায় ১২-১৩ জনের একটি দল ওই বৃদ্ধাকে ডাইনি অপবাদ দিয়ে গালিগালাজ শুরু করে। বৃদ্ধা প্রতিবাদ করলে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, ঘটনায় ওই মহিলার মাথায় ও পিঠে চোট লেগেছে। ঘটনার সময়ই এলাকার কয়েকজন বাসিন্দা তাঁকে উদ্ধার করেন। গুরুতর জখম অবস্থায় প্রথমে পাঁচখুরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শ মতো মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছে ওই মহিলা। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

এই ঘটনায় ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও, ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ধরনের ঘটনা আটকাতে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে আদিবাসীদের সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর