ভারতে ঢুকে পরল করোনার ভয়ঙ্কর ওমিক্রন ভ্যারিয়েন্ট, আক্রন্ত ২ - Bangla Hunt

ভারতে ঢুকে পরল করোনার ভয়ঙ্কর ওমিক্রন ভ্যারিয়েন্ট, আক্রন্ত ২

By Bangla Hunt Desk - December 03, 2021

করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ বাড়ছিল ক্রমশ। কিন্তু শেষ রক্ষা হল না। অবষেশে ভারতে ঢুকে পরল করোনার ভয়ঙ্কর ওমিক্রন ভ্যারিয়েন্ট। এখনও পর্যন্ত ২ জন করোনা আক্রান্তের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট মিলেছে বলে জানাল স্বাস্থ্য মন্ত্রক। আজ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এ কথা জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব লাভ আগরওয়াল।

আরো পড়ুন- বিশ্বে দ্বিগুণ হারে বাড়ছে Omicron সংক্রমণ, ছড়িয়ে পড়েছে ২৩টি দেশে

স্বাস্থ্য মন্ত্রকের সচিব লাভ আগরওয়াল এ দিন জানান, কর্ণাটকে দু জনের শরীরে এই ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গিয়েছে। একজনের বয়স ৬৬ ও অন্যজনের বয়স ৪৬। গতকাল রাতে সেই রিপোর্ট স্বাস্থ্য মন্ত্রকের হাতে এসেছে বলে জানান তিনি। ওই দু জন কোথা থেকে এসেছেন, তা এখনও জানা যায়নি।

স্বাস্থ্য সচিব জানিয়েছেন, আক্রান্ত দুজনের উপসর্গ মৃদু, খুব ভয়ঙ্কর নয়। আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে। তবে সবাই যাতে করোনা বিধি মেনে চলেন ও ভিড় এড়িয়ে চলেন, সেই পরামর্শ দেওয়া হয়েছে। করোনা সংক্রান্ত টাস্ক ফোর্সের প্রধান ড. ভিকে পাল জানিয়েছেন, এখনই নতুন করে কোনও করোনা বিধি তৈরি করার কথা ভাবছে না কেন্দ্র। পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে।

কিছুদিন আগেই করোনার ওই ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’কে উদ্বেগের কারণ হিসেবে ব্যাখ্যা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মূলত দক্ষিণ আফ্রিকায় প্রথম এই ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গিয়েছে। বিশ্বের যে সব দেশে এখনও পর্যন্ত ‘ওমিক্রন’-এর সন্ধান পাওয়া গিয়েছে, সেই দেশগুলিকে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে কেন্দ্রের তরফে। এই ভ্যারিয়েন্টের অভিযোজন ক্ষমতা এত বেশি যে, তার সংক্রমণ ক্ষমতাও অনেক বেশি। ভারতে এর আগে করোনা দ্বিতীয় ঢেউয়ের দাপটের কারণ হিসেবে ডেল্টা ভ্যারিয়েন্টকেই চিহ্নিত করেছিলেন বিশেষজ্ঞরা। এবার ‘ওমিক্রন’-এর কারণে নতুন ঢেউ আসবে না তো? এই আশঙ্কাই বাড়ছে দেশে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর