Omicron Threat: ওমিক্রন সংক্রমণের ঝুঁকির তালিকায় রয়েছে একাধিক দেশ, নিয়মিত এত লোকের যাতায়াত করলে মোকাবিলা কঠিন হবে - Bangla Hunt

Omicron Threat: ওমিক্রন সংক্রমণের ঝুঁকির তালিকায় রয়েছে একাধিক দেশ, নিয়মিত এত লোকের যাতায়াত করলে মোকাবিলা কঠিন হবে

By Bangla Hunt Desk - December 01, 2021

কলকাতা: বিশ্বজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন । ওমিক্রন সংক্রমণের ঝুঁকি বিচার করে আরও দুটি দেশকে হাই রিস্ক তালিকায় রাখা হল। ওই দুটি দেশ হল বাংলাদেশ এবং সিঙ্গাপুর। এই নিয়ে এখনও পর্যন্ত ১২টি দেশকে হাই রিস্ক তালিকায় রাখা হয়েছে

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রের খবর, এই দেশগুলি থেকে ভারতে প্রবেশ করলে তাদের করোনা পরীক্ষা করা হবে। পাশপাশি রিপোর্ট পজিটিভ এলে ভর্তি করা হবে হাসপাতালে। নমুনা পাঠানো হবে জিন বিশ্লেষণের জন্য। রিপোর্ট নেগেটিভ এলে সাতদিনের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। ৭ দিন পর ফের কোভিড পরীক্ষা করাতে হবে। তারপর রিপোর্ট নেগেটিভ এলে বেরনো যাবে।

মঙ্গলবার বিভিন্ন রাজ্যের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসে কেন্দ্র। সেখানে একাধিক নির্দেশিকা জারি হয়েছে। মূলত বিভিন্ন ‘ট্র্যাভেল গাইডলাইন’-ই এই বৈঠকের নির্যাস। উদ্বেগের এক ডজন দেশ এবং সেখান থেকে আসা যাত্রীদের নিয়ে বাড়তি সতর্কতার নির্দেশ দিয়েছে কেন্দ্র। বিদেশফেরত যাত্রীদের উপর নজরদারির পরামর্শ দেওয়া হয়েছে।

কেন্দ্র উদ্বেগের যে ১২টি দেশের তালিকা তৈরি করেছে তার মধ্যে রয়েছে ইউনাইটেড কিংডম, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, বতসোয়ানা, চিন, মরিশাস, নিউ জিল্যান্ড, জিম্বাবোয়ে, হংকং, সিঙ্গাপুর, ইজরায়েল। এর মধ্যে বাংলাদেশ ও সিঙ্গাপুর নিয়েই প্রমাদ গুনছে বাংলা। স্বাস্থ্য ভবনও এ নিয়ে খুবই উদ্বিগ্ন বলেই জানা গিয়েছে। এই উদ্বেগের কারণ অবশ্য একেবারেই অমূলক নয়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর