নজরে পুরভোট, প্রার্থীতালিকা ঠিক করতে আজ তৃণমূলের বৈঠক, উপস্থিত থাকবেন মমতা - Bangla Hunt

নজরে পুরভোট, প্রার্থীতালিকা ঠিক করতে আজ তৃণমূলের বৈঠক, উপস্থিত থাকবেন মমতা

By Bangla Hunt Desk - November 26, 2021

কলকাতাঃ নজরে পুরভোট, (Civic Poll) প্রার্থীতালিকা ঠিক করতে আজ কালীঘাটে তৃণমূলের (Trinamool Congress) বৈঠক। বিকেল ৪টেয় বৈঠক। বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূল নেত্রী (TMC Supremo) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, আজই আনুষ্ঠানিক ভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হবে। এই তালিকায় তরুণদেরকেই বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানা গিয়েছে। তবে কার নাম এই তালিকায় থাকছে এবং কেই বা এই তালিকা থেকে বাদ যাচ্ছেন কোনও বিষয়ই এখনও পর্যন্ত স্পষ্ট নয়।

প্রার্থী হওয়ার আবেদন জানিয়ে ইতিমধ্যেই সদর দফতরে অনেক চিঠি এসেছে। জানা গিয়েছে, মহিলাদের জন্য সংরক্ষিত আসন ৪৪ জনের বদলে ৬০ জনের বেশি আসন করা হবে। সেই সঙ্গে প্রার্থী তালিকাতেও বেশ কিছু চমক থাকবে।

অন্যদিকে, বিজেপি জানিয়েছে তাদের পক্ষ থেকে এখনও প্রার্থী নির্বাচনের কাজ সম্পন্ন হয়নি। বামেদের প্রার্থী তালিকা আজ ঘোষণা করা হলেও তারা কংগ্রেসের সঙ্গে জোট বাঁধবে কি না তা এখনও স্পষ্ট নয়। যদিও জানা গিয়েছে, বেশ কিছু আসন বাদ রেখেই তারা প্রার্থী নাম ঘোষণা করবেন। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জোটের স্বার্থেই এই পথ অনুসরণ করছেন বামেরা এবং তারাও তরুণদের ওপরেই মনোনিবেশ করছেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর