SSC গ্রুপ ডি নিয়োগে দুর্নীতি, ৫৪২ জনের বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের - Bangla Hunt

SSC গ্রুপ ডি নিয়োগে দুর্নীতি, ৫৪২ জনের বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের

By Bangla Hunt Desk - November 26, 2021

SSC নিয়োগে ‘দুর্নীতি

কলকাতাঃ দেশের দ্বিতীয় বৃহত্তম দুর্নীতিতে চাপ বাড়ল স্কুল শিক্ষা কমিশনের। এসএসসি (SSC) গ্রুপ ডি নিয়োগে নয়া মোড়। ফের আদালতের তিরস্কারের মুখে পড়েছে কমিশন। সম্প্রতি নিয়োগের কারণে ২৫ জনের বেতন বন্ধ করার নির্দেশ দেয় আদালত। আজ সেই মামলায় আরও ৫৪২ জনের বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ভুয়ো নিয়োগের নথি খতিয়ে দেখে বেতন বন্ধের সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এসএসসিকে (SSC)।

আরো পড়ুন- করোনা তার উপর জিএসটি, ইন্ডাস্ট্রিকে বাঁচাতে অর্থমন্ত্রী নির্মলাকে চিঠি দিল ইম্পা

আজ নিয়োগে দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চে শুরু হয় শুনানি। ইতিমধ্যেই এই মামলায় বিচারপতির নির্দেশে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য এবং এসএসসি। সেখানে সিঙ্গল বেঞ্চের সিবিআই তদন্তের নির্দেশ খারিজ হলেও, নতুন করে ৫৪২ জনের নামের তালিকা জমা পড়েছে সিঙ্গল বেঞ্চে।

আজ নিয়োগে অনিয়ম সংক্রান্ত নথি তুলে দেওয়া হয় কমিশনের হাতে। সমস্ত নথি খতিয়ে দেখে স্ক্রুটিনীর পর কমিশনকে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন বিচারপতি। ২০১৯-এ মে মাসে প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর সুপারিশের মাধ্যমে নিয়োগ হয়ে থাকলে এবং তদন্তে ভুয়ো নিয়োগের সপেক্ষে প্রমাণ মিললে তবেই বেতন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ডিআইকে।

প্রসঙ্গত, ২০১৬ সালে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয় রাজ্যে। ১৩ হাজার প্রার্থী নিয়োগ করা হয়। ২০১৯ সালের মে মাসে গ্রুপ ডি প্যানেলের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও একাধিক নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এমনকি ২৫ জনের নিয়োগের সুপারিশের কথাও জানা গেছে। এরপরই ২৫ জনের নিয়োগে দুর্নীতির মামলা উঠে কলকাতা হাইকোর্টে। যদিও মামলাকারীদের দাবি ২৫ নয়, ৫০০ জনের নিয়োগে দুর্নীতি হয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর