বিধায়ক 'নিখোঁজ'! পোস্টার পড়ল সোনামুখী'তে - Bangla Hunt

বিধায়ক ‘নিখোঁজ’! পোস্টার পড়ল সোনামুখী’তে

By Bangla Hunt Desk - November 21, 2021

প্রথমবার ভোটে দাঁড়িয়েই বাজিমাত। কিন্তু বিধায়ক এখন কোথায়? গত বিধানসভা নির্বাচনে জেতার পর থেকেই নাকি তিনি ‘নিখোঁজ’! পোস্টারে ছয়লাপ সোনামুখী। সাধারণ মানুষের সুবিধে-অসুবিধে কিছুই দেখেননি তিনি। ফলে ক্ষুব্ধ এলাকাবাসী সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির নামে চারিদিকে ‘নিখোঁজ’ পোস্টার সেঁটে দিয়েছেন।

আরো পড়ুন- আগামী লোকসভা নির্বাচনে ৩টি আসন পাবে বিজেপি, ভাইরাল ‘সৌমিত্রের’ অডিয়ো

বিধানসভা ভোটে তাঁকে জেতানো যে নিজেদের মস্ত ভুল হয়েছে, তা হাড়েহাড়ে টের পাচ্ছেন সোনামুখীর মানুষ। তখন মানুষকে ভুল বুঝিয়ে, প্রতিশ্রুতির ফুলঝুরি ছড়িয়ে ভোট টেনেছিল বিজেপি। কিন্তু বিধানসভা ভোটে সার্বিকভাবে খড়কুটোর মতো ভেসে যাওয়ার পর জেতা বিজেপি বিধায়কেরা জনবিচ্ছিন্ন। মানুষ ওদের মিথ্যাচারের স্বরূপ বুঝতে পেরে, পুরোপুরি খারিজ করে দিচ্ছেন। যে ক’টি উপনির্বাচন হয়েছে প্রতিটিতেই বিজেপি প্রার্থীরা গোহারান হেরেছেন। জেলার পাত্রসায়ের বাস স্ট্যান্ডে বিধায়ক দিবাকর ঘরামি নিখোঁজ বলে একাধিক পোস্টার চোখে পড়ল। তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি দিলীপ বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে কটাক্ষ করেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর